TRENDING:

Paschim Bardhaman News: নিরাপত্তায় বিশেষ জোর, সীমান্তে কড়া নজরদারি পুলিশের

Last Updated:

পুজোর আগে জেলা জুড়ে কড়া নিরাপত্তার মোড়ক। কড়া নিরাপত্তা সীমান্তবর্তী এলাকায়। পুলিশের নজরদারিতে ভিন রাজ্য থেকে চলাচল করে ছোট - বড় সমস্ত গাড়ি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান : পুজোর আগে জেলা জুড়ে কড়া নিরাপত্তার মোড়ক। কড়া নিরাপত্তা সীমান্তবর্তী এলাকায়। পুলিশের নজরদারিতে ভিন রাজ্য থেকে চলাচল করে ছোট - বড় সমস্ত গাড়ি। পুজোর সময় জেলা তথা রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং উৎসবের মরশুমে অশান্তির ছক বানচাল করতে কড়া নজরদারি চালাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বাংলা - ঝাড়খন্ড সীমান্তে অবস্থিত কুলটির ডুবুরডি চেকপোস্ট এলাকায় লাগাতার নাকা চেকিং চালাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। লাগাতার তল্লাশি চালানো হচ্ছে অন্য রাজ্য থেকে বাংলায় প্রবেশ করা ছোট বড় বিভিন্ন গাড়ি, ট্রাক, লরি ইত্যাদিতে।
advertisement

পুজোর সময় পশ্চিম বর্ধমান জেলার নিরাপত্তা এবং বাংলার নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, তার জন্য পুলিশের তরফ থেকে এই কড়া নজরদারি চালানো হচ্ছে দুই রাজ্যের সীমান্তবর্তী এলাকায়। উল্লেখ্য, অতীতে দেখা গিয়েছে সীমান্তবর্তী এলাকা থেকে বহু অবৈধ কারবারিদের আটক করেছে পুলিশ। কখনও অবৈধ মাদক পাচারকারী, কখনও অবৈধ অস্ত্র পাচারকারী, কখনও আবার অবৈধ টাকা পাচারকারীদের তল্লাশি চালানোর সময় গ্রেফতার করা হয়েছে। পুজোর সময় মাদক কারবারিদের বাড়বাড়ন্ত হওয়ার আশঙ্কা থাকে।

advertisement

আরও পড়ুনঃ পরপর পুজোর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর, জেলায় জমজমাট শারদোৎসব

তাছাড়াও উৎসবের মরশুমের সুযোগ নিয়ে অবৈধ কারবারীরা সক্রিয় হয়ে উঠতে পারে, এই আশঙ্কা থেকেই ঝাড়খন্ড সীমান্তে কড়া নজরদারি চালানো হচ্ছে। যাতে করে ঝাড়খন্ড থেকে আসা বা অন্য রাজ্য থেকে ঝাড়খন্ড হয়ে আসা কোন গাড়ি বা ব্যক্তি পুলিশের নজর এড়িয়ে বাংলায় প্রবেশ করতে না পারে। পুলিশ সূত্রে খবর, উৎসবের মরশুম জুড়ে ডুবুরডি চেকপোষ্টে লাগাতার নাকা তল্লাশি চালিয়ে যাবে পুলিশ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: নিরাপত্তায় বিশেষ জোর, সীমান্তে কড়া নজরদারি পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল