Paschim Bardhaman News: পরপর পুজোর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর, জেলায় জমজমাট শারদোৎসব
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
জেলা জুড়ে পুজোর আবেগে ভেসেছে মানুষ। মুখ্যমন্ত্রীর হাতে ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে জেলা জুড়ে শুরু হয়ে গিয়েছে শারদ উৎসব। জেলার বিভিন্ন বড় বড় পুজো মণ্ডপগুলি খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য।
#পশ্চিম বর্ধমান : জেলা জুড়ে পুজোর আবেগে ভেসেছে মানুষ। মুখ্যমন্ত্রীর হাতে ভার্চুয়াল উদ্বোধনের মাধ্যমে জেলা জুড়ে শুরু হয়ে গিয়েছে শারদ উৎসব। জেলার বিভিন্ন বড় বড় পুজো মণ্ডপগুলি খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ার বছরে জেলার দুর্গাপুজো যেন এক অনন্য রূপ ধারণ করছে। উদ্যোক্তারা দর্শনার্থীদের কাছে টানতে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি করিয়েছেন মন্ডপ। দিনরাত এক করে শিল্পীরা বাস্তবের রূপ দান করেছেন মন্ডপের। মন্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে রূপদান হয়েছে মহামায়ার। সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চোখ ধাঁধানো আলোকসজ্জা। সবমিলিয়ে জেলার দুর্গাপুজো এক অসামান্য রূপ ধারণ করছে।
আর এই বিপুল পরিমাণ মানুষের পরিশ্রম সফল করতে সময়ের আগেই উৎসব শুরু হয়েছে জেলাজুড়ে। পঞ্জিকা মতে বাঙালির দুর্গাপুজো শুরু হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে পুজোর পালে হাওয়া লেগেছে। সময়ের আগেই ধরাধামে পা রেখেছেন দেবী উমা। পুজোর আনন্দে মাতোয়ারা জেলার মানুষ। আসানসোল, দুর্গাপুর, পানাগড় সহ জেলার সব জায়গাতেই প্রায় একই ছবি। এমনিতেই গত দু'বছর মানুষ ঘর বন্দি হয়েছিলেন করোনা সংক্রমনের জন্য।
advertisement
আরও পড়ুনঃ নিরাপত্তায় বিশেষ জোর, সীমান্তে কড়া নজরদারি পুলিশের
স্বাভাবিকভাবেই এ বছর রাস্তায় বিপুল পরিমাণ দর্শনার্থীদের ভিড়ের আশঙ্কা করছিল জেলা প্রশাসন। তবে পুরোদমে পুজো শুরু হওয়ার আগেই যে পরিমাণ মানুষ প্যান্ডেল হপিং এর জন্য রাস্তায় বেরিয়ে পড়েছেন, তা দেখে প্রশাসন আরও তৎপর হচ্ছে পুজোর প্রধান চারটি দিনের জন্য। উল্লেখ্য, বিগত দু-তিনদিন ধরে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনেরর মাধ্যমে জেলার বড় বড় পুজোগুলির উদ্বোধন হয়ে গিয়েছে। মন্ডপগুলি খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। মানুষের এই ব্যাপক উৎসাহের কাছে সময়ের আগেই শুরু হয়েছে উৎসব।
advertisement
advertisement
Nayan Ghosh
Location :
First Published :
September 28, 2022 5:07 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: পরপর পুজোর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর, জেলায় জমজমাট শারদোৎসব