আরও পড়ুন: অবশেষে দাবি পূরণ! মুজনাই চা বাগানের পড়ুয়াদের জন্য চালু হচ্ছে বাস পরিষেবা
আদালতের দেওয়ালে স্থান পেয়েছেন গান্ধিজি থেকে শুরু করে অন্যান্য মনীষীরা। এছাড়াও দেওয়ালজুড়ে আছে নানান রঙের কাজ। মূলত এক পুলিশকর্মীর উদ্যোগে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আসানসোল আদালতের দেওয়ালগুলি। তিনি বলেন, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে নিজেদের অনেক সংযত রাখি। সুন্দর করে সাজানো জায়গাকে অপরিষ্কার করতে আমাদের বিবেকে লাগে। এই চিন্তা থেকেই আসানসোল আদালতের দেওয়ালগুলি সাজিয়ে তোলা হয়েছে। যাতে দৃশ্য দূষণ আর না হয়।
advertisement
উল্লেখ্য, স্বচ্ছ ভারত অভিযানের মধ্যে দিয়ে মানুষজনকে পরিবেশ রক্ষা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে গুটখার পিক ফেলা বন্ধ করতে কড়া হয়েছে প্রশাসন। তা সত্ত্বেও কিছু অসচেতন মানুষের জন্য তা বন্ধ করা যায়নি। এবার তাই অন্যরকমভাবে পরিস্থিতি বদলানোর চেষ্টা করা হল। একই সঙ্গে আশা, আগামী দিনে এমন অসচেতন পদক্ষেপ করার আগে মানুষ একটু হলেও ভাববেন।
নয়ন ঘোষ