কেদারনাথ পথযাত্রী অরিন্দম দাস আদতে হুগলির বাসিন্দা। তিনি বলেছেন, সাধারণ মানুষকে গাছ লাগানোর প্রতি সচেতন করতে তিনি এই পন্থা অবলম্বন করেছেন। পায়ে হেঁটে তিনি প্রায় ১৭০০ কিলোমিটার রাস্তা যাত্রা করবেন। কাশী বিশ্বনাথের দর্শন করে তিনি যাবেন কেদারনাথ।
আরও পড়ুনঃ হরিশপুর আছে হরিশপুরেই! বাড়িঘর কি আবার রসাতলে যাবে, আতঙ্ক বাড়ছে
advertisement
এই যাত্রার জন্য ৬০ থেকে ৬৫ দিন সময় লাগতে পারে বলে মনে করছেন তিনি। তাই লাগাতার তিনি নিজের গন্তব্যের দিকে চলেছেন। পথে যখনই যাকে দেখতে পাচ্ছেন, তাকেই গাছ লাগানোর প্রতি উৎসাহিত করছেন। যুবসমাজ যাতে বৃক্ষ রোপনের জন্য এগিয়ে আসে, সেই আবেদন করছেন তিনি।
ওই যুবক আরও বলেছেন, করোনা অতিমারির সময় আমরা দেখতে পেয়েছি অক্সিজেনের জন্য মানুষের হাহাকার। অক্সিজেন সংকটে ভুগতে হয়েছে মানুষকে। আবার ধীরে ধীরে যেভাবে গরম বাড়ছে, তাতে একসময় তাপমাত্রা মানুষের সহ্যের বাইরে চলে যাবে। তখন সংকটের মুখে পড়বে এই সমাজ।
তাই সময় থাকতে সচেতন না হলে আরও বড় বিপদ ঘনিয়ে আসতে বেশি দেরি হবে না। বিশ্ব উষ্ণায়ন এই পৃথিবীর জন্য একটা ভয়ংকর অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সেই অভিশাপ থেকে মুক্তির জন্য প্রয়োজন গাছ লাগানো। তাই তিনি গাছ লাগানোর আবেদন নিয়ে কেদারনাথ যাত্রা শুরু করেছেন।
Nayan Ghosh