অনুব্রতকে মণ্ডলকে আসানসোলে নিয়ে আসার আগে সংশোধনাগার চত্বর কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। পাশাপাশি অনুব্রতর সঙ্গেও ছিল কড়া পুলিশি প্রহরা। দুবরাজপুর থেকে জামিন পাওয়ার পর অনুব্রত মণ্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, ভাল লাগছে। তবে আসানসোল সংশোধনাগারে ঢোকার সময় তিনি আর মুখ খুলতে চাননি।
আরও পড়ুনঃ বড়দিনে মদ বিক্রিতে শীর্ষে পূর্ব মেদিনীপুর! টাকার অঙ্ক শুনলে যে কেউ ভিড়মি খেতে বাধ্য
advertisement
আইনজীবী মহল মনে করছে, অনুব্রত মণ্ডল একটি মামলায় জামিন পেলেও, তাতে ভাগ্য বদল হয়নি। শুধুমাত্র ঠিকানা বদল হয়েছে। দুবরাজপুর থেকে ফের পুরনো ঠিকানা, আসানসোল সংশোধনাগারে ফিরিয়ে আনা হয়েছে।
প্রসঙ্গত, তৃণমূল কর্মী শিব ঠাকুর মণ্ডলের দায়ের করা মামলায় অনুব্রত মণ্ডলকে দুবরাজপুর নিয়ে যাওয়া হয়েছিল। বীরভূমের ওই তৃণমূল কর্মী অভিযোগ করেছিলেন, অনুব্রত মণ্ডল তাঁকে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছিলেন। তারপরে সেই মামলায় অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুরে। যদিও সেদিনই কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা ইডির তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নতুন মামলার জন্য ইডির পদক্ষেপ পিছিয়ে যায়।
শিব মণ্ডলের দায়ের করা মামলায় মঙ্গলবার জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। তবে অনুব্রত মণ্ডলকে আগেই সিবিআই গরু পাচার মামলায় গ্রেফতার করেছিল। সেই মামলায় তিনি আসানসোল সংশোধনাগারে বন্দি ছিলেন। তাই এ দিন ফের তাঁকে আসানসোল সংশোধনাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
Nayan Ghosh