East Medinipur News|| বড়দিনে মদ বিক্রিতে শীর্ষে পূর্ব মেদিনীপুর! টাকার অঙ্ক শুনলে যে কেউ ভিড়মি খেতে বাধ্য
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
foreign liquor sell: মদ বিক্রিতে শীর্ষস্থানে পূর্ব মেদিনীপুর। বড়দিনের উৎসব আবহে ২৪ ডিসেম্বর শনিবার ও ২৫ ডিসেম্বর রবিবার পূর্ব মেদিনীপুর জেলায় বিলেতি মদ বিক্রি হয়েছে ৯ কোটি টাকারও বেশি।
#কাঁথি: উৎসব কিংবা পিকনিক মদ ছাড়া যেন অসম্পূর্ণ। অন্তত সেই তথ্যই তুলে ধরেছে পূর্ব মেদিনীপুর জেলা। জেলায় দু'দিনের মদ বিক্রি ৯ কোটি টাকার বেশি। বড়দিনের উৎসব আবহে ২৪ ডিসেম্বর শনিবার ও ২৫ ডিসেম্বর রবিবার পূর্ব মেদিনীপুর জেলায় বিলেতি মদ বিক্রি হয়েছে ৯ কোটি ১৩ লক্ষ টাকার বেশি। এবার ২৫ ডিসেম্বর রবিবার পড়ায় স্বাভাবিক অর্থেই উৎসবের মেজাজ দ্বিগুণ হয় বঙ্গবাসীর। পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের তিল ধারণের স্থান ছিল না।
বড়দিনের উৎসবের মেজাজ যে শুধু কেক বা অন্যান্য খাওয়া-দাওয়ার এর সীমাবদ্ধ ছিল না তা বোঝাই যায় পূর্ব মেদিনীপুর জেলার আবগারি দফতর সূত্রে পাওয়া তথ্যে। পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমনি, এগরা ও তমলুকে বড়দিনে রেকর্ড পরিমাণে বিলিতি মদ বিক্রি হয়েছে। এমনিতেই পূর্ব মেদিনীপুর জেলায় প্রতি মাসে প্রায় চার কোটি টাকার মদ বিক্রি হয়। সেখানে দু'দিনে প্রায় ৯ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে। আর এই বাড়তি বিক্রির ফলে রাজ্য সরকারের ঘরে ভাল পরিমাণ রাজস্ব জমা পড়েছে বড়দিনে।
advertisement
আরও পড়ুনঃ বাড়ছে ওমিক্রন, লকডাউনের আশঙ্কা! ফের ব্যবসা বন্ধের আতঙ্কে যৌনকর্মীরা
বড়দিনের পিকনিকে শুধু খাওয়া-দাওয়া নয়, মদিরায় মত্ত হয়েছে পিকনিক করতে আসা লোকজন। আর তাতেই দুদিনই রেকর্ড পরিমান মদ বিক্রির তথ্য ধরা পড়ে। শুধু বড়দিনের উৎসব আবহাওয়ায় নয় প্রায় প্রতিটি ছুটির মরশুম বা উৎসবে পূর্ব মেদিনীপুর জেলা অন্যান্য জেলা থেকে অনেকটাই এগিয়ে মদের কেনাবেচায়।
advertisement
advertisement
দুর্গাপুজো কিংবা কালীপুজো বা বড়দিনের উৎসব উৎসবের পূর্ব মেদিনীপুর জেলা প্রতিবারই মদ বিক্রিতে শীর্ষস্থান দখল করছে। তবে এই নিয়ে ভিন জেলার বা বাইরে থেকে আগত পর্যটকদেরও হাত রয়েছে বলে মনে করেন জেলার সমাজপ্রেমী মানুষজন। তাদের দাবি পুরোটাই পূর্ব মেদিনীপুর জেলার লোকজনের মদ্যপান করেন এমনটা নয়। তাজপুর-সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বড়দিনের ছুটি কাটাতে বহু পর্যটক এসেছেন। তার ফলে মদ বিক্রিতে উৎসব পূর্ব মেদিনীপুর জেলা শীর্ষস্থান গেছে। যদিও পূর্ব মেদিনীপুর জেলার আবগারি দফতরের অনুমান বড়দিনের রেকর্ড ভেঙে দেবে বর্ষবরণের আনন্দানুষ্ঠান।
advertisement
Saikat Shee
Location :
First Published :
December 27, 2022 7:06 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News|| বড়দিনে মদ বিক্রিতে শীর্ষে পূর্ব মেদিনীপুর! টাকার অঙ্ক শুনলে যে কেউ ভিড়মি খেতে বাধ্য