Covid Update|| বাড়ছে ওমিক্রন, লকডাউনের আশঙ্কা! ফের ব্যবসা বন্ধের আতঙ্কে যৌনকর্মীরা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শহরের মধ্যেই রয়েছে যৌনপল্লি। আর এখানেই রয়েছে ১০০ থেকে ১৫০ জন যৌনকর্মী। করোনা এখনও আসেনি সেভাবে, তবু আতঙ্কে তাঁদের পিছু ছাড়ছে না।
#মুর্শিদাবাদঃ ইতহাস বলছে, ভারতে ব্যবসা-বাণিজ্যের বিস্তৃতির মধ্যেই আগমন ঘটে ইংরেজদের। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সূত্রে কলকাতায় আগমন হয় প্রচুর রাজকর্মচারীর। তারা বেশিরভাগই ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিচুতলার কর্মী এবং বেশিরভাগই অবিবাহিত। ফলে এই ব্রিটিশ রাজকর্মচারীদের আপ্যায়নের জন্যই প্রায় তেতাল্লিশটি বেশ্যালয় প্রতিষ্ঠিত হয়।
এ সবের বেশিরভাগ কোঠাতেই ইংরেজ কর্মচারীরা তাদের আমোদ ফূর্তির জন্য বরাদ্দ রাখতেন এক বা একাধিক উপপত্নী। এই উপপত্নীরা বিবেচিত হতেন ইংরেজ কর্মচারীদের আনন্দের উপকরণ হিসেবে। শুধুমাত্র ইংরেজ কর্মচারীরাই নন, তৎকালীন সময়ে অনেক বাঙালি বাবুদের মুক্তাঞ্চলও হয়ে ওঠে এইসব যৌনপল্লী।
আরও পড়ুনঃ জামিন পেলেন অনুব্রত, মুখে কুলুপ এঁটেছিলেন আগেভাগেই, কিন্তু কেন?
তবে করোনার পর থেকে এই সব রেড লাইট এলাকার বাসিন্দাদের অবস্থা সঙ্গেএন। কর্মীদের ব্যাবসা এখন মুখথুবড়ে পড়েছে। ফের করোনার বাড়বাড়ন্ত শুরু হওয়ায় আতঙ্কে ভুগছেন। মুর্শিদাবাদের ধুলিয়ান শহরের মধ্যেই রয়েছে যৌন পল্লি। আর এখানেই রয়েছে ১০০-১৫০ জন যৌনকর্মী। করোনা এখনও দেশে প্রভাব ফেলেনি, কিন্তু এখনই আতঙ্কে গ্রাস করেছে তাঁদের।
advertisement
advertisement
খবরে চ্যানেল থেকে শুরু করে পত্রিকা খুললেই চিন অথবা অন্যান্য দেশের খবর দেখে আতঙ্কিত সকলের। তারা বলছেন, যদি ফের লকডাউন হয়, তাহলে ব্যবসা একেবারেই বন্ধ হয়ে যাবে। গত দু-বছর করোনার কারণে, তাদের আর্থিক অবস্থা তলানিতে ঠেকেছে। অনেকেই দু-বেলা খেতে পাননি। খাবার জোগাতে আগে ভিক্ষে করতে হত। এ বারে ফের চোখ রাঙাচ্ছে করোনা। আর এই করোনা যদি ফের প্রভাব ফেলে, তাহলে তাঁদের কী হবে, সেই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন যৌন পেশার সঙ্গে যুক্ত কর্মীরা।
advertisement
কৌশিক অধিকারী
Location :
First Published :
December 27, 2022 6:38 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Covid Update|| বাড়ছে ওমিক্রন, লকডাউনের আশঙ্কা! ফের ব্যবসা বন্ধের আতঙ্কে যৌনকর্মীরা