TRENDING:

Anubrata Mondal Jail Custody|| একের পর এক বিস্ফোরক নথি পেশ করল সিবিআই, ফের জেল হেফাজতে অনুব্রত

Last Updated:

Anubrata Mondal: গরু পাচার মামলায় আবারও ১৪ দিনের জেল হেফাজত হল অনুব্রত মণ্ডলের, আগামী ১৭ ফেব্রুয়ারিতে পরবর্তী শুনানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: জেল হেফাজত থেকে শুক্রবার অনুব্রত মন্ডলের শুনানীর জন্য সিবিআই আদালতে নিয়ে আসা হয়। গরু পাচার মামলায় ফের ১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। আগামী ১৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি।
ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল
ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল
advertisement

শুক্রবার শুনানিতে সিবিআইয়ের দাবি, স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করার নথি দিয়ে ১১৫ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেই হদিশ পেয়েছে সিবিআই। গত ১৯ জানুয়ারি অনুব্রত'র শুনানিতে সিবিআই দাবি করেছিল তদন্তে শতাধিক বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। বীরভূমের কো-অপারেটিভ ব্যাঙ্কে ১৭৭ বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলেছিল আগেই। এরপর আরও ৫৪ বেনামি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এমনই তথ্য তুলে ধরা হয়েছিল বিচারকের কাছে।

advertisement

আরও পড়ুনঃ পলাশের রঙ দেখতে দেখতে মোমো খেতে চান? পুরুলিয়ার সেরা মোমোর দোকান এখন এটাই

সিবিআইয়ের দাবি, এই অ্যাকাউন্টগুলি থেকে ঘুরপথে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। ১৯ জানুয়ারির পর আবারও সিবিআই তল্লাশি চালায় আরও ১১৫ নতুন অ্যাকাউন্টের হদিশ পায়। আর এই অ্যাকাউন্ট স্বাস্থ্যসাথী কার্ডেরর নথি দিয়ে তৈরি করা হয়েছিল। ব্যাঙ্ক ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পারে ২ দিনে ১১৫ টি অ্যাকাউন্ট খোলা হয়। যার মধ্যে ১৬ টি অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখা যায় যাদের নামে সেই অ্যাকাউন্ট, তাঁরা টিপ সই দিতে জানে। কিন্তু দেখা যায় অর্থ আদান-প্রদান করার সময় লিখিত সইয়ের ব্যবহার হয়েছে।

advertisement

View More

সিবিআই মনে করছে এই সব অ্যাকাউন্ট ব্যবহার করে ঘুরপথে অর্থ আদান-প্রদান হয়েছে। অন্যদিকে, সিবিআই গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত আব্দুল লাতিফকে পলাতক ঘোষণার আবেদন জানায় আদালতকে। পাশাপাশি, ভোলে বোম রাইস মিলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, রাইস মিলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের একাংশ খোলার আবেদন জানান অনুব্রত মণ্ডলের আইনজীবী।

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

 Dipak Sharma

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Anubrata Mondal Jail Custody|| একের পর এক বিস্ফোরক নথি পেশ করল সিবিআই, ফের জেল হেফাজতে অনুব্রত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল