অভিভাবকদের বিস্ফোরক অভিযোগ, এক কেজি ডালে ২০০ জনের ডাল রান্না হয়। তারা বলছেন, মিড ডে মিলের রান্না নিম্নমানের। গরীব কৃষক পরিবারের ছেলেমেয়েরা এই স্কুলে পড়তে আসে। ফলে তাদের মিড ডে মিলের খাওয়ার পুষ্টিকর হওয়া উচিত। কিন্তু মিড ডে মিলে পুষ্টির বালাই থাকে না বলে অভিযোগ তুলেছেন অভিভাবকরা।
আরও পড়ুনঃ শিশুদের মনে সচেতনতার বীজ বপন করতে কর্মসূচী পুলিশের
advertisement
বিদ্যালয়ে এই সব অনিয়মের নিষ্পত্তি চাইছেন তারা। অভিভাবকেররা চাইছেন, এই স্কুলে গোপন অভিযানের মধ্য দিয়েই অনিয়ম ধরে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। নাহলে এলাকায় স্কুল ছুটের মতো ভয়ঙ্কর ঘটনা বেড়ে যাবে। যা সমগ্র সমাজের প্রতি বিরূপ প্রভাব ফেলবে। এই বিষয়ে বিদবিহার পঞ্চায়েতের সদস্য স্বপন সুত্রধর বলেছেন, তিনি অভিভাবকদের আশ্বাস দিয়েছেন এ নিয়ে তিনি স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করবেন।
আরও পড়ুনঃ ডেঙ্গু সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে আসানসোল পুরনিগমে, সতর্ক জেলা প্রশাসন
অভিভাবকরা যে অভিযোগ করছেন তাও খতিয়ে দেখা হবে। পাশাপাশি বিদ্যালয়ে পড়াশোনা, মিড ডে মিল নিয়ে যে সমস্ত অভিযোগ উঠেছে, তার যাতে সমাধান হয় সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। যদিও প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফলে এই অভিযোগের ভিত্তিতে তার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Nayan Ghosh