এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর মুনমুন মুখার্জি বলেছেন যে, পুর নির্বাচনে আগে তিনি যখন প্রচারে এসেছিলেন, তখনই এলাকার মানুষজন একটি বাস স্ট্যান্ড নির্মাণের দাবি জানিয়েছিলেন। কারণ কল্যানেশ্বরী মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্তরা আসেন। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত এবং পার্শ্ববর্তী ঝাড়খন্ড থেকে অনেক পুণ্যার্থীরা এখানে পুজো দিতে আসেন।
আরও পড়ুন ঃ নদীতে স্নান করতে নামাই কাল হল! ২১ ঘণ্টা পর মিলল নিথর দেহ
advertisement
অন্যদিকে মন্দিরের সামনে বর্তমান বাস স্ট্যান্ডটির অবস্থা খুব একটা ভাল নয়। ফলে বাস, অটো, টোটো ধরার জন্য রোদে, গরমে, বৃষ্টিতে কষ্ট করে অপেক্ষা করতে হয় যাত্রীদের। সেজন্যই ওই জায়গায় এসি বাসস্ট্যান্ড নির্মাণের দাবি জানিয়েছিলেন এলাকার মানুষ। আর পুরনিগমের ফান্ড থেকে সাড়ে সাত লক্ষ টাকা ব্যয় করে নতুন বাসস্ট্যান্ড তৈরির কাজ শুরু হয়েছে।
নিজেদের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার মানুষজন। তারা বলছেন, কল্যাণেশ্বরী মন্দির জেলার অন্যতম পুরনো একটি মন্দির। একইসঙ্গে এই মন্দিরের প্রতি বহু মানুষের ভক্তি জড়িয়ে রয়েছে। বিশেষ তিথি গুলিতে এখানে অসংখ্য মানুষের পুজো দেওয়ার ভিড় হয়।
আরও পড়ুন ঃ ‘রাত ১১টা পর্যন্ত তো কথা বলেছিলাম!’, অবাক যাদবপুরকাণ্ডে ধৃত আসিফের বাবা-মা
তাছাড়া সারা বছরই পুজো দেওয়ার জন্য মানুষজনের ভিড় লেগে থাকে এখানে। তার ফলে মন্দিরের সামনের বাস স্ট্যান্ডটি নতুন ভাবে তৈরি হয়ে গেলে, তা সবার জন্যই সুবিধার হবে। তাই পুরনিগমের নতুন বাসস্ট্যান্ড তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।
Nayan Ghosh