JU Student Death: ‘রাত ১১টা পর্যন্ত তো কথা বলেছিলাম!’, অবাক যাদবপুরকাণ্ডে ধৃত আসিফের বাবা-মা

Last Updated:

JU Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত‍্যুর ঘটনায় ধৃত আরও ৬। মঙ্গলবার রাতভর জেরার পর বুধবার সকালে তাদের ছ’জনকে গ্রেফতার করা হয়৷ ধৃতদের মধ্যে ৩ জন প্রাক্তনী এবং ৩ জন বর্তমান পড়ুয়া।

ধৃত আসানসোলের এক ছাত্র মহ: আসিফ আফজল আনসারি।
ধৃত আসানসোলের এক ছাত্র মহ: আসিফ আফজল আনসারি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত‍্যুর ঘটনায় ধৃত আরও ৬। মঙ্গলবার রাতভর জেরার পর বুধবার সকালে তাদের ছ’জনকে গ্রেফতার করা হয়৷ ধৃতদের মধ্যে ৩ জন প্রাক্তনী এবং ৩ জন বর্তমান পড়ুয়া। তার মধ‍্যে ঘটনায় ধৃত আসানসোলের এক ছাত্র মহ: আসিফ আফজল আনসারি। যাদবপুরের ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র৷ মেন হস্টেলের A2 ব্লকের ৮৪ নম্বর ঘরের আবাসিক সে৷
আসানসোল রেলপার কেটি রোডের বাসিন্দা আফজাল ও তাঁর স্ত্রী জানান তাঁদের ছেলে আসিফ ঘটনার পর আসানসোলের বাড়িতে এসেছিল। তবে বিশ্ববিদ্যালয় থেকে ফোন করে বারবার ডাকায় সে দুই দিন পরেই চলে যায়। গতকাল, মঙ্গলবার রার ১০-১১ টা পর্যন্ত ছেলের সঙ্গে বাবার কথা হয়েছিল। ছেলে তখনও পড়াশোনা করছিল। তারপর, রাত দেড়টা নাগাদ তাঁরা জানতে পারেন, ছেলে আসিফ সহ কয়েকজনকে যাদবপুর কাণ্ডে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
advertisement
বাকি আটকদের মধ‍্যে রেয়েছে, জম্মু-কাশ্মীরের বাসিন্দা মহম্মদ আরিফ, উত্তর ২৪ পরগণার কাদিহাটির অঙ্কন সরকার, সদ্য প্রাক্তনী কুলতলির অসিত সরদার, সদ্য প্রাক্তনী সুন্দরবনের মাধবপুরের সুমন নস্কর। জেরায় পুলিশ জানতে পারে, মৃত পড়ুয়ার মৃত্যুর সময়ে ঘটনাস্থলে ছিল মহম্মদ আরিফ এবং ২০২৩-এ সংস্কৃত বিভাগ থেকে পাস আউট অসিত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
JU Student Death: ‘রাত ১১টা পর্যন্ত তো কথা বলেছিলাম!’, অবাক যাদবপুরকাণ্ডে ধৃত আসিফের বাবা-মা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement