TRENDING:

Asansol News: ঠেলা গাড়ি নিয়ে পাড়ি আট হাজার কিলোমিটার, স্বপ্নপূরণের যাত্রায় বিক্রম

Last Updated:

Asansol News: এই যাত্রা সম্পূর্ণ করতে ১২০ দিন অর্থাৎ চার মাস সময় লাগবে তার। যদিও তিনি আরও ৩০ দিন সময় হাতে বেশি করে রেখে দিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান: স্বপ্নটা লালন পালন করছিলেন বিগত দু'বছর ধরে। যে স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে রাতের ঘুম উড়েছিল, সেই স্বপ্নের বাস্তবায়ন হল দু'বছর পর। আসানসোল থেকে স্বপ্নের যাত্রা পূরণ করতে বেরিয়ে পড়লেন বিক্রম হেলা। ঠেলা গাড়ি নিয়ে তিনি পাড়ি দেবেন আট হাজার কিলোমিটার রাস্তা। পৌঁছবেন লাদাখ। যাত্রাপথে প্রায় ১২ টি রাজ্য পেরিয়ে যাবেন তিনি। লাদাখ যাওয়ার পথে ঘুরে যাবেন বৈষ্ণোদেবীর মন্দির থেকে। আর ফিরতি পথে যাবেন কাশী বিশ্বনাথ।
advertisement

আসানসোলের বার্নপুর এলাকার বাসিন্দা বিক্রম ঠেলা। করোনা কালের সময় থেকেই তিনি চেয়েছিলেন লাদাখ যেতে। কিন্তু কিভাবে পৌঁছাবেন লাদাখ? যাত্রাপথে কি কি অসুবিধা আসতে পারে, এইসব ভাবনাচিন্তা এবং যাত্রার প্রস্তুতি করতে চলে গিয়েছে দু'বছর। অবশেষে ঠেলা গাড়ি নিয়ে লাদাখের পথে রওনা দিয়েছেন বিক্রম বাবু।

আরও পড়ুন - স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে কী পরিণতি তরুণীর, শুনলে শিউরে উঠতে হয়

advertisement

আরও পড়ুন - বড় খবর! তিহাড় জেলে তীব্র অসুস্থ অনুব্রত মণ্ডল, দিতে হচ্ছে ইনসুলিন ও অক্সিজেন

View More

তাঁর এই স্বপ্ন পূরণের যাত্রায় বিশেষভাবে পাশে থেকেছেন মা এবং বন্ধুরা। বিক্রম বাবু জানিয়েছেন, এই যাত্রা সম্পূর্ণ করতে ১২০ দিন অর্থাৎ চার মাস সময় লাগবে তার। যদিও তিনি আরও ৩০ দিন সময় হাতে বেশি করে রেখে দিয়েছেন। কারণ যাত্রাপথে আসতে পারে যে কোনও অসুবিধা, অসুস্থতা। তবে সমস্ত বাধা টপকে নিজের স্বপ্ন পূরণের মানসিকতা নিয়েই তিনি রওনা দিয়েছেন লাদাখের দিকে।

advertisement

আসানসোলের যুবকের নিজের স্বপ্ন পূরণের জন্য যে ইচ্ছাশক্তি রয়েছে, তা দেখে সাধুবাদ জানিয়েছেন সকলে। অন্যদিকে বিক্রম বাবু জানিয়েছেন, শুধু স্বপ্ন পূরণ নয়, এই যাত্রাপথে তিনি সেভ ড্রাইভ সেভ লাইফ এর বার্তা সকলের মধ্যে পৌঁছে দেবেন। আর সকলের কাছে অনুরোধ জানাবেন, যেন নিজের জীবনে একটি করে তারা গাছ লাগিয়ে যান। এই পৃথিবী রক্ষার দায়িত্ব, সবুজ রক্ষার দায়িত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে বিক্রমবাবু এই চিন্তা ভাবনা করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Asansol News: ঠেলা গাড়ি নিয়ে পাড়ি আট হাজার কিলোমিটার, স্বপ্নপূরণের যাত্রায় বিক্রম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল