পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলটির বাবন্ডিয়া এলাকায় একটি রাষ্ট্রয়ত্ব ব্যাঙ্কের এটিএম রয়েছে রাস্তার পাশেই। এই এটিএমটি স্থানীয় মানুষদের কাছে অন্যতম ভরসার জায়গা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এই এটিএমে দিনভর প্রচুর গ্রাহকের আনাগোনা লেগে থাকে। ফলে সবসময় এই এটিএমে থাকে টাকা।
আরও পড়ুনঃ রাস্তার টেন্ডার নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ! রাজনৈতিক দ্বন্দ্ব
advertisement
অন্যদিকে সদাব্যস্ত এই এটিএমে দীর্ঘদিন ধরেই কোনও নিরাপত্তা রক্ষী নেই। সেই সুযোগকেই কাজে লাগিয়েছে দুষ্কৃতীদের দল। তদন্তকারী আধিকারিকদের অনুমান, এই এটিএমে লুটপাট চালানোর আগে বেশ কয়েকদিন ধরে পরিকল্পনা সাজিয়েছে দুষ্কৃতীরা। তারপর সময়, সুযোগ বুঝে হামলা চালিয়েছে ওই এটিএমে। রাতের অন্ধকারে ফাঁকা সময়ের সুযোগ নিয়ে এটিএম ভাঙচুর করা হয়েছে।
আরও পড়ুনঃ বিনামূল্যে জল পৌঁছে দিতে 'জলস্বপ্ন প্রকল্প' রূপনারায়নপুরে
এটিএম থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। যদিও ঠিক কত টাকা নিয়ে চম্পট দিয়েছে তারা, সে বিষয়ে মুখ খোলেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে স্থানীয়দের মধ্যে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। তারা দাবি তুলছেন, এটিএমে দ্রুত নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হোক। তাহলে এই ধরণের দুষ্কৃতী হামলা কমানো যাবে।
Nayan Ghosh