জানা গিয়েছে, কয়েকদিন আগে জামুড়িয়া থানা এলাকা থেকে একটি রড বোঝাই লরি চুরি হয়ে যায়। লরিতে ১৫ লক্ষ টাকার রড ছিল। কিন্তু সঠিক গন্তব্যে লরিটি না পৌঁছে, তা নিয়ে চলে যাওয়া হয়েছিল অন্য জায়গায়। মুর্শিদাবাদের সাগরদিঘী থানা এলাকায় বিক্রি করা হয়েছিল ওই ১৫ লক্ষ টাকার রড। তারপর চুরি যাওয়া লরিটি নিয়ে চলে যাওয়া হয়েছিল ভিন রাজ্যে। তবে পুলিশের তৎপরতায় চুরি যাওয়ার রড এবং লরিটি উদ্ধার করা সম্ভব হয়েছে। জামুরিয়া এবং কেন্দা থানার পুলিশের উদ্যোগে উদ্ধার করা হয়েছে এই কনসাইটেলমেন্ট। একই সঙ্গে এক অভিযুক্তকে নেওয়া হয়েছে পুলিশ রিমান্ডে।
advertisement
তবে অভিযুক্ত আসামি দক্ষিণ ভারতীয়। তিনি বাংলা, হিন্দি, ইংরেজি কোনও ভাষা জানেন না। স্বাভাবিকভাবে তাকে জেরা করতে গিয়ে পুলিশ আধিকারিকদের সমস্যায় পড়তে হচ্ছিল। সেজন্য তার কাছ থেকে তথ্য পেতে পুলিশ দোভাষী ব্যবহার করছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: অস্থায়ী চাকরি বিক্রি হচ্ছে লাখ লাখ টাকায়, নেতাকে বাঁধা হল গাছে! তারপর? জানুন
অন্যদিকে গাড়িতে থাকা জিপিএস ডিভাইসটির জন্য লরিটি ট্র্যাক করা সম্ভব হয়েছে সহজে। যে কারণে সহজে উদ্ধার হয়েছে চুরি যাওয়া জিনিসপত্র এবং লরিটি। পুলিশের উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন লরির মালিক। একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন বর্তমান তথ্যপ্রযুক্তিকেও।
Nayan Ghosh