দিনের পর দিন রাস্তা, স্টেশন ও ফুটপাতে বসবাস করা বহু মানুষ শীতের তীব্রতায় চরম দুর্ভোগের মধ্যে পড়েন। সেই বাস্তব চিত্র চোখে দেখেই মানবিক ভাবনা থেকে এই উদ্যোগ গ্রহণ করেন বাপন দাস। দেওয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে সোয়েটার, জ্যাকেট, কম্বল-সহ নানা ধরনের শীতবস্ত্র। প্রয়োজন অনুযায়ী ভবঘুরেরা নিজেদের শীতের পোশাক নিয়ে যেতে পারছেন এখান থেকে, কোনও মূল্য ছাড়াই।
advertisement
সমাজের সকলের কাছেই তিনি আবেদন জানিয়েছেন, যাদের বাড়িতে ব্যবহারের অযোগ্য বা অতিরিক্ত শীতবস্ত্র পড়ে রয়েছে, তারা যেন বিনা পয়সায় সেগুলি এই মানবতার দেওয়ালে রেখে যান। তাতে শীতবস্ত্র সরাসরি পৌঁছে যাবে প্রান্তিক মানুষদের হাতে। শিশুদের জন্যও আলাদা শীতের পোশাক রাখা হয়েছে এই দেওয়ালে। তার এই মানবিক উদ্যোগ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশের কাজ নিয়ে যেখানে প্রায়শই প্রতিবাদ-বিক্ষোভের ছবি সামনে আসে, সেখানে এক পুলিশকর্মীর এমন সংবেদনশীল উদ্যোগ সমাজের নানা মহলে প্রশংসা কুড়িয়েছে। এভাবেই মানবতার দেওয়াল যেন শীতের শহরে সহানুভূতি ও মানবিকতার উষ্ণ পরশ ছড়িয়ে দিচ্ছে।





