আর এমনই বিরল দৃশ্য বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে অন্ডালের জামবাদ এলাকায়। গত সপ্তাহ তিনেক ধরে ওই কুকুরটি ছাগলছানা দুটিকে বড় করে তুলেছে। মায়ের কোলে পরম যত্নে আগলে রাখছে সন্তানদের। জানা গিয়েছে, প্রভাত বাউরির বাড়িতে থাকা কুকুরটি কিছুদিন আগে সন্তান প্রসব করে। কিন্তু ওই কুকুর ছানাগুলি মারা যায়। আবার ওই একই বাড়িতে থাকা একটি ছাগলও একই সময় দুটি সন্তান প্রসব করে।
advertisement
আরও পড়ুনঃ Paschim Bardhaman: অভিনব বিন্দ্রার লক্ষ্যভেদই লক্ষ্য আর এক অভিনবের
আরও পড়ুনঃ Paschim Bardhaman: এয়ার কুলারের নিচে ডগ স্কোয়াডের সদস্যরা
কিন্তু ভাগ্যের পরিহাসে ওই ছাগলটি দুর্ঘটনায় প্রাণ হারায়। তারপর থেকেই মাতৃহীন সন্তান দুটিকে বড় করে তুলেছে সন্তানহীন সারমেয়টি। যা দেখে অনেকেই কথা বলার ভাষা হারিয়ে ফেলছেন। আর সকলেই বাস্তবে প্রত্যক্ষ করছেন কাকে বলে মাতৃত্ব।
Nayan Ghosh