আরও পড়ুনঃ দুর্গাপুর মহকুমা হাসপাতালে তৈরি হচ্ছে নতুন কোভিড ভবন
advertisement
উল্লেখ্য, প্রেমে প্রত্যাখ্যান নিয়ে পাণ্ডবেশ্বরে হয়েছে বোমাবাজি। বোমার আঘাতে আহত হয়েছেন চার জন। আহতদের বাহাদুরপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার রাত্রে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত জামুরিয়া ২ নম্বর ব্লকের ভুড়ি গ্রামের ডোম-বাউরি পাড়ার ঘটনা। জানা গিয়েছে, বোমার আঘাতে যে চারজন আহত হয়েছেন, তারা হলেন - মানিক বাদ্যকর, তারক বাদ্যকর, হাদু বাউরি ও লক্ষীকান্ত বাউরি। আহতদের সকলকেই বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা রাজীব বাউরির সঙ্গে এলাকার একটি মেয়ের প্রেমঘটিত সম্পর্ক ছিল। কিন্তু বিগত এক বছরে সেই সম্পর্কে ভাঙন ধরেছে এমনই দাবি মেয়েটির পরিবারের। তাদের অভিযোগ, অভিযুক্ত রাজীব সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মেয়েটিকে নানানভাবে ভয় দেখিয়ে চাপ দিতে থাকে। পরিবারের আরও অভিযোগ, সম্পর্ক না রাখলে তাদের মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়েছিল অভিযুক্ত।
আরও পড়ুনঃ বেকারদের কর্মসংস্থানই এখন লক্ষ্য! উৎকর্ষ বাংলা প্রকল্প নিয়ে কী বলছেন জেলাশাসক
অভিযোগকারী মেয়েটির পরিবারের তরফে জানানো হয়েছে, এলাকার বাসিন্দা রাজিব বাউরি তাদের মেয়েকে উত্ত্যক্ত করছে এবং তাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ বিষয়ে পান্ডবেশ্বর থানায় ইতিমধ্যেই জানানো হয়েছিল। তবে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি আর তার ফলে আজকের এই ঘটনা,এমনই অভিযোগ। যদিও পান্ডবেশ্বর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু অভিযুক্ত এখনও অধরা। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার আকস্মিকতায় বুঝে উঠতে পারছেন না কেন প্রেমিকের এমন মস্তিষ্ক বিভ্রম। মধ্যরাতের ঘটনার কারণও জানেন না কেউ।
Nayan Ghosh