পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কণিকা নাগবংশী৷ এছাড়াও ঘাসফুল ছেড়ে পদ্মে গেলেন কোড়া ও পঞ্চায়েত সমিতির সদস্য মনোরঞ্জন দাসও। তাঁদের সঙ্গে বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থকও মঙ্গলবার গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন বলে জান গিয়েছে।
আরও পড়ুন: ‘রক্ত দিতেও প্রস্তুত’, নন্দীগ্রামে দাঁড়িয়ে বিরাট হুঙ্কার শুভেন্দুর, মমতা-অভিষেককে নিশানা
advertisement
মঙ্গলবার রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি বাসুদেব সরকার, সহ সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যরা।
আরও পড়ুন:‘প্রতিশ্রুতি রাখেনি দল’! টিকিট না পেয়ে নির্দল হয়েই লড়ছেন কালিয়াগঞ্জের দুই তৃণমূলকর্মী
পঞ্চায়েত সমিতির সদস্য মনোরঞ্জন দাস বলেন, ‘‘কোনও শর্ত ছাড়াই বিজেপিতে যোগদান করেছি।’’ একই কথা জানিয়েছেন প্রধান কণিকা নাগবংশী কোড়াও। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকারের বক্তব্য, ‘‘ওঁরা কোনও শর্ত ছাড়াই দলে যোগ দিয়েছেন। আগামীতে তাঁদের প্রার্থী করা হবে কি না, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’’
পিয়া গুপ্তা






