অন্যদিকে, চোপড়ার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম গুলিতে বাংলাদেশের করতোয়া নদীর জল প্রবেশ করায় সাতটির ও বেশি গ্রামে বানভাসি এলাকাবাসী। প্রায় এক কোমর জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। বাংলাদেশের করতোয়ার জল প্রবল বেগে নদী পথে বিভিন্ন এলাকায় ঢুকছে।
আরও পড়ুন ঃ প্রার্থী তো কী, টোটোই সম্বল! এই বাম নেতার পরিচয় শুনলে চমকে যাবেন
advertisement
স্থানীয়দের অভিযোগ, তাঁদের এই অসহায় অবস্থাতেও কোনও হেলদোল নেই প্রশাসনের। বার বার সাহায্যের আবেদন করেও কোনও লাভ হয়নি বলেও অভিযোগ একাংশের। স্থানীয় গ্রামবাসী নাজমা খাতুন, রব্বানী শহীদ ও মমিরুল জানান প্রতিবছর বর্ষাতে তাদের এই দুর্ভোগে পড়তে হয়। গ্রামবাসীরা জানান শোবার ঘর, রান্নাঘরেও জল ঢুকে যাচ্ছে ফলে গবাদি পশু সমেত ঘরের বাইরে রাত কাটাতে হচ্ছে তাদের।
এ ব্যাপারে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দুলাল মণ্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান গোয়াবাড়ি এলাকায় কয়েকটা গ্রামের জল উঠেছে শুনেছি। তবে গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ কালভার্টের মুখ বন্ধ করে বসতবাড়ি করছে তাই সেখানে সমস্যা হচ্ছে। তবে খুব শীঘ্রই সেখানে গিয়ে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পিয়া গুপ্তা