WB Panchayat Election 2023: প্রার্থী তো কী, টোটোই সম্বল! এই বাম নেতার পরিচয় শুনলে চমকে যাবেন
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
WB Panchayat Election 2023: টোটো চালানোর ফাঁকে ফাঁকে রাস্তাঘাটে আলাপচারিতার মাধ্যমে নিজেই নিজের নির্বাচনী প্রচার সেরে ফেলছেন বাবলু বাবু।
রায়গঞ্জ: টোটো চালানোর ফাঁকে ফাঁকে চলছে রায়গঞ্জ ব্লকের সিপিএম মনোনীত ৩২ নং আসনের নির্বাচনী প্রার্থীর প্রচার। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পঞ্চায়েত সমিতির ৩২ নম্বর আসনের এবারে বাম মনোনীত প্রার্থী বাবলু রায়। পেশায় টোটো চালক বাবলু বাবু নিতান্তই সাদামাটা মানুষ।
নিতান্ত সাধারণ ঘরের এই প্রার্থীর একমাত্র রুটি-রুজির মাধ্যমই হল টোটো। তাই টোটো চালানোর ফাঁকে ফাঁকে রাস্তাঘাটে আলাপচারিতার মাধ্যমে নিজেই নিজের নির্বাচনী প্রচার সেরে ফেলছেন বাবলু বাবু। অন্যান্য রাজনৈতিক দলের মতো তার হাতে ব্যানার কিংবা পোস্টার নেই। মানুষের কাছে গিয়ে তাঁর একটাই বার্তা, “পাশে থাকবেন”। আর পাঁচ জন প্রার্থীর মতো বাবলু বাবুর নেই বিলাস বহুল অবস্থা। আছে শুধু একটি টিনের ঘর ও তাঁর সাথে জীবন যুদ্ধের একমাত্র সঙ্গী এই টোটো।
advertisement
আরও পড়ুন: ভোটের প্রচারে বামেরা এবার এমন কাণ্ড ঘটাল, দেখলে ভিরমি খাবেন! মুহূর্তে ভাইরাল
তাই রাজনৈতিক ব্যানার কিংবা ফ্রেক্স নিয়ে নয় এই টোটো চালিয়ে একদিকে যেমন নিজের পেটের তাগিদে দুটো পয়সা উপার্জন করছেন তেমনি এরই ফাকে ফাকে সাধারণ মানুষের সঙ্গে মিশে নিজের রাজনৈতিক প্রচারটাও সেরে নিচ্ছেন বাবলু রায়। রায়গঞ্জ ব্লকের গৌরী এলাকার ৩২ নং আসনের বাম মনোনীত প্রার্থী বাবলু রায়। এই আসনে তার প্রতিপক্ষ হিসেবে রয়েছেন তৃণমূলের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান বরেন রায়। সেদিক থেকে যথেষ্ঠ শক্তিশালী প্রার্থী বরেন্দ্রনাথ রায়।
advertisement
advertisement
আরও পড়ুন: ভোটের আগে টিকিট না পেয়ে প্রাক্তন পঞ্চায়েত প্রধান যা করলেন ভাবা যায় না!
এমন একটি আসনে শাসকদলের এই প্রার্থীর সঙ্গে লড়াই করতে হবে টোটো চালক বাবলু রায়কে। কিন্তু তাতে কোন ভয় ভীতি বা অবসাদ নেই তার। প্রার্থীকে নয় বাবলু গুরুত্ব দিতে চান গণদেবতাকে। বাবলু বাবু বলেন মানুষই শেষ কথা বলবে। আমি গরীব মানুষ টোটো চালিয়ে খেতে হয় তাই প্রচার টাও সারাদিন টোটো চালানোর ফাঁকে ফাঁকে করে নেই। বাকিদের মতো আমার টাকা নেই আছে শুধু মানুষের ভালোবাসা। মানুষের ভালোবাসা নিয়েই এবার পঞ্চায়েত ভোটে জেতার প্রতি ১০০ শতাংশ আশাবাদী বাবলু রায়।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 30, 2023 6:24 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
WB Panchayat Election 2023: প্রার্থী তো কী, টোটোই সম্বল! এই বাম নেতার পরিচয় শুনলে চমকে যাবেন






