TRENDING:

Karandighi Shreya Mela: মহাভারতের কর্ণের স্নানের পুকুরকে কেন্দ্র করে শিরুয়া মেলার শুরু, যা রাজবংশীদের কাছে অতি পবিত্র

Last Updated:

কামতাপুরি বা কোচ ভাষায় শিরুয়া শব্দের অর্থ স্নান। তাই অনেকেই এই মেলাকে স্নানের মেলাও বলে থাকেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: প্রতিবছরের মত এবারও পয়লা বৈশাখ শুরু হয়েছে রাজবংশীদের ঐতিহ্যবাহী শিরুয়া মেলা। টানা দশ দিন চলে এই মেলা। অর্থাৎ ১০ বৈশাখ পর্যন্ত চলবে শিরুয়া মেলা। উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায় কাছে এই মেলার আকর্ষণ প্রবল।
advertisement

প্রতিবারের মত এবারেও উত্তর দিনাজপুরের করণদিঘিতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী শিরুয়া মেলা। এই মেলার টানে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে তো বটেই, এমনকি বিহার থেকেও বহু মানুষ করণদিঘিতে ছুটে আসেন। কামতাপুরি বা কোচ ভাষায় শিরুয়া শব্দের অর্থ স্নান। তাই অনেকেই এই মেলাকে স্নানের মেলাও বলে থাকেন। বিহারের পূর্ণিয়ার রাজা পৃথ্বীচাঁদ লাল এই মেলার সূচনা করেছিলেন। কথিত আছে এই করণদিঘি বা কর্ণদিঘি একসময় অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এখানকার এক দিঘিতে স্নান করতেন দাতা কর্ণ। সেই পুকুরকে কেন্দ্র করে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে গড়ে উঠেছে লোক বিশ্বাস। আর সেই উপলক্ষেই উৎসবে মাতে সবাই।

advertisement

আরও পড়ুন: এক বছর ধরে জল নেই! ক্ষোভে রাস্তায় বসে পড়লেন গ্রামবাসীরা

রাজবংশীরা বিশ্বাস করেন এই পুকুরে যা মানত করা হয় তাই পূরণ হয়ে থাকে। আজও বহু মানুষ বছরের প্রথম দিন এই কর্ণ রাজার পুকুরে স্নান করে পাশেই শিবমন্দিরে মনের ইচ্ছে জানান। এভাবেই মানত করেন। তারপর শিরুয়া মেলায় সামিল হন। পায়রা, ডিম সহ বিভিন্ন আনুষঙ্গিক জিনিস এখানে বলি দেওয়ার প্রথা ছিল। যদিও বর্তমানে বলি প্রথা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। একসময় তিন মাস ধরে এই শিরুয়া মেলা চলত। সাধারণ মানুষ তাঁদের নিত্য প্রয়োজনীয় জিনিস এখান থেকেই সংগ্রহ করতেন। কাঠের জিনিসের জন্য এই মেলা বিখ্যাত। জানা যায় একসময় পয়লা বৈশাখের ১৫ দিন আগে থেকেই বাড়িতে বাড়িতে এই মেলার প্রস্তুতি শুরু হয়ে যেত। সব ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ শিরুয়া মেলায় আজও সামিল হন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Karandighi Shreya Mela: মহাভারতের কর্ণের স্নানের পুকুরকে কেন্দ্র করে শিরুয়া মেলার শুরু, যা রাজবংশীদের কাছে অতি পবিত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল