আরও পড়ুন: রেলের অমৃত ভারত প্রকল্পে ঠাঁই জলপাইগুড়ির তিন স্টেশনের
মার্শাল আর্টের এক ভিন্ন রূপ তাইকোন্ডো। দক্ষিণ দিনাজপুর জেলায়জুড়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে তার জনপ্রিয়তা। সদর শহর বালুরঘাটের বিভিন্ন এলাকায় রমরমিয়ে চলছে তাইকোন্ডো প্রশিক্ষণ। স্থানীয় প্রশিক্ষকদের পাশাপাশি কলকাতা থেকে নামকরা প্রশিক্ষকরা এসে ছেলেমেয়েদের তাইকোন্ডো ট্রেনিং দিচ্ছেন। উল্লেখ্য দক্ষিণ কোরিয়া তাইকোন্ডোর উৎপত্তিস্থল। তাইকোন্ডো কথার অর্থ খালি হাত ও পায়ের কলাকৌশল বা শিল্প। এই তাইকোন্ডো আত্মরক্ষার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। তাই অভিভাবকরা বেশি করে অল্পবয়সী মেয়েদের তাইকোন্ডো প্রশিক্ষণের দিকে এগিয়ে দিচ্ছেন।
advertisement
দক্ষিণ দিনাজপুর তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় মোট ১৬ টি তাইকোন্ডো প্রশিক্ষণ কেন্দ্র আছে। প্রতিটি কেন্দ্রে ৫ বছর থেকে শুরু করে ২৫ বছর বয়সী ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নিয়ে থাকে। এখানকার বহু শিক্ষার্থী ইতিমধ্যেই জাতীয় স্তরে পুরস্কার লাভ করেছে।ইতিমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে প্রথম পর্যায়ে ‘সুকন্যার’ মাধ্যমে স্কুল ছাত্রীদের তাইকোন্ডো প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি জেলা কন্যাশ্রী দফতর থেকেও ৫৬ টি স্কুলের কন্যাশ্রী মেয়েদের তাইকোন্ডো শেখানোর প্রথম পর্যায়ে প্রশিক্ষণ পর্ব শেষ হয়েছে। দ্রুত দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু হবে।
সুস্মিতা গোস্বামী