Jalpaiguri News: রেলের অমৃত ভারত প্রকল্পে ঠাঁই জলপাইগুড়ির তিন স্টেশনের
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ধূপগুড়ি, জলপাইগুড়ি রোড় এবং নিউ মাল জংশনকে অমৃত ভারত প্রকল্পে জায়গা দেওয়া হয়েছে।
জলপাইগুড়ি: এবারের রেল বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অমৃত ভারত প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। দেশের বিভিন্ন প্রান্তের বাছাই করা রেলস্টেশনগুলিকে এই প্রকল্পের মাধ্যমে অত্যাধুনিক রূপে গড়ে তোলা হবে। প্রযুক্তি এবং যাত্রীর স্বাচ্ছন্দে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে এই আধুনিকী কারণে। সেই অমৃত ভারত প্রকল্পে জায়গা পেল জলপাইগুড়ির তিনটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন।
ধূপগুড়ি, জলপাইগুড়ি রোড় এবং নিউ মাল জংশনকে অমৃত ভারত প্রকল্পে জায়গা দেওয়া হয়েছে। সম্প্রতি রেল মন্ত্রকের পক্ষ অমৃত ভারত প্রকল্পে কোন স্টেশনগুলি জায়গা পাচ্ছে তার একটি তালিকা প্রকাশ করা হয়। তাতেই জেলার এই তিন গুরুত্বপূর্ণ স্টেশনের নাম আছে। রেলের এই সিদ্ধান্তে খুশি জেলার মানুষ।
advertisement
advertisement
রেল সূত্রে খবর, জলপাইগুড়ি জেলার এই তিনটি স্টেশন চত্বরকে আগামী দিনে আরও চওড়া করা হবে। অত্যাধুনিক ভিআইপি ওয়েটিং রুম, চওড়া ফুট ওভার ব্রিজ, যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ফুট ওভারব্রিজের দুই ধারে লিফটের ব্যবস্থাও করা হবে। ধূপগুড়ি স্টেশনের সৌন্দর্যায়নের কাজও করা হবে। শুধুমাত্র যাত্রী সুবিধাই নয়, এই প্রকল্পের অধীনে স্টেশন চত্বরে ব্যবসায়িক পরিকাঠামো গড়ে তুলবে রেল। অমৃত ভারত প্রকল্পের অন্তর্গত স্টেশনগুলিতে আগামী দিনে দূরপাল্লার বিভিন্ন ট্রেন দাঁড়ানোর সম্ভাবনাও আছে। এই প্রসঙ্গে উত্তর-পুর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনাল ম্যানেজার দিলীপ কুমার সিং জানান, ধূপগুড়ি স্টেশনকে অমৃত ভারত স্টেশন হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হয়ে গিয়েছে। খুব দ্রুত কাজ শুরু করা হবে। প্রায় ২০-২৫ কোটি টাকা ব্যয় করে জলপাইগুড়ি রোড স্টেশন ও ধূপগুড়ি স্টেশনকে অমৃত ভারত স্টেশন হিসেবে সাজিয়ে তোলা হবে। স্টেশনে প্রবেশ ও বাহির পথকে নবরূপে সাজিয়ে তোলা হবে। থাকবে লাইটিং, ফুট ওভারব্রিজ।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 1:29 PM IST










