TRENDING:

ফল ফল আর ফল...! পাতা দেখা যাবে না! বাড়ির স্ট্রবেরি গাছে দিন এই 'দুই' মোক্ষম জিনিস! হাতেনাতে পান রেজাল্ট

Last Updated:

Strawberry Gardening Tips: স্ট্রবেরি গাছ লাগালেও অনেকেই স্টবেরির সঠিক পরিচর্যা করতে জানেন না। ফলে স্টবেরি গাছে ফুল ফল আসতে চায় না।এর একমাত্র কারণ সঠিক পরিচর্যার অভাব। স্ট্রবেরি গাছে খুব দ্রুত ফল ফুল আনতে মেনে চলুন এই পদ্ধতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের জেলার বিভিন্ন গ্রামে গঞ্জে চাষ হয় স্ট্রবেরির। অন্যান্য ফসলের পাশাপাশি জেলার বহু কৃষক স্ট্রবেরি চাষের সঙ্গে যুক্ত। এছাড়া বাগানপ্রেমী অনেকেই আবার নিজের ছাদ বাগানে এই স্ট্রবেরি গাছ লাগিয়ে থাকেন।
advertisement

তবে স্ট্রবেরি গাছ লাগালেও অনেকেই স্টবেরির সঠিক পরিচর্যা করতে জানেন না। ফলে স্টবেরি গাছে ফুল ফল আসতে চায় না।এর একমাত্র কারণ সঠিক পরিচর্যার অভাব। স্ট্রবেরি গাছে খুব দ্রুত ফল ফুল আনতে মেনে চলুন এই পদ্ধতি।

আরও পড়ুন: ৫০ বছরেও দেখাবে ২৫…! ডায়েটে শুধু আনুন ছ-ছ’টি ‘ছোট্ট’ চেঞ্জ! বয়সের কাঁটা উল্টো দৌড়বে, যৌবন-ফিটনেস ঝড় তুলবে শরীরে

advertisement

কৃষি বিশেষজ্ঞ অবেন দেবশর্মা জানান, স্ট্রবেরি গাছে ৬ থেকে ৭ ঘণ্টা সূর্যের আলোর প্রয়োজন। এছাড়াও স্টবেরি গাছে প্রয়োজনের তুলনায় কখনই বেশি জল দেওয়া যাবে না। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ স্ট্রবেরি গাছে দিতে হবে বিশেষ খাবার। তবেই স্ট্রবেরি গাছ ফল ফুলে ভরে উঠবে।

আরও পড়ুন: ‘ডেবিট কার্ড’ আর ‘ক্রেডিট কার্ডের’ মধ্যে পার্থক্য কী বলুন তো…? অনেকেই জানেন না আসল ‘ফারাক’! আপনি জানেন?

advertisement

অনেকেই দেখা যায় স্ট্রবেরি গাছ লাগান কিন্তু সঠিক উপায় জানেন না স্ট্রবেরি গাছ পরিচর্যা করার। স্ট্রবেরি দ্রুতগতিতে পেতে হলে প্রথমেই মাটির কাছাকাছি থাকা সংক্রমিত পাতাগুলিতে কেটে ফেলতে হবে। এছাড়া স্ট্রবেরি গাছ একটু বড় হলেই মালচিং বা নেট দিয়ে ঘিরে ফেলুন। যাতে কোন পোকা স্টবেরি গাছে আক্রমণ করতে না পারে। এছাড়ো স্ট্রবেরি গাছ লাগানোর পরে তার গোড়া থেকে প্রচুর রানার বা কচুর লতির মতো লতা বের হতে থাকে। এগুলো টব ঢেকে ফেলে । এতে ফলন ভাল হয় না, এইসব লতা যাতে কম বের হয় সে জন্য গাছের গোড়ায় খড় বা পলিথিন বিছিয়ে দিতে হয়।

advertisement

এছাড়া স্টবেরি গাছে ১৫ দিনে একবার করে দিতে হবে সরিষার খৈল জল। তবে এই সরিষার খৈলজল দিতে গেলে প্রথমেই এক সপ্তাহ ধরে সরিষার খৈলকে জলে ভিজিয়ে পচিয়ে রাখতে হবে। এরপর গাছে সেই জলটি দিতে হবে। এছাড়াও সবজি পচিয়ে সেই সবজির জল ব্যবহার করতে পারেন স্ট্রবেরি গাছে। এই কিছু নিয়ম মেনে চললে স্ট্রবেরি গাছে খুব দ্রুত ফল আসবে।

advertisement

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
ফল ফল আর ফল...! পাতা দেখা যাবে না! বাড়ির স্ট্রবেরি গাছে দিন এই 'দুই' মোক্ষম জিনিস! হাতেনাতে পান রেজাল্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল