আরও পড়ুন: ভেসেলে গাড়ি তোলা নিয়ে বচসায় মাঝিকে মার! প্রতিবাদে বন্ধ নদী পারাপার, স্তব্ধ সুন্দরবন
উত্তর দিনাজপুর জেলা পুলিশ সূত্রে খবর, রায়গঞ্জ থানার রামপুর পঞ্চায়েতের লহন্ডা স্মৃতি মন্দিরের কাছে রাজ্য সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। মৃত কল্যাণ রায় একটি আইসক্রিম কোম্পানির সেলস ম্যানেজার পদে কর্মরত ছিলেন। আহত সজল চাকি ওই একই সংস্থার ডিস্ট্রিবিউটর ছিলেন। মৃতের আত্মীয় তরুণকান্তি সরকার জানান, প্রতিমাসের শেষ দিন বিভিন্ন এলাকা থেকে আইসক্রিম ব্যবসার টাকা সংগ্রহ করে বাড়ি ফিরে আসতেন কল্যাণ। এবারেও সেই কাজেই গিয়েছিলেন। বিভিন্ন দোকান থেকে প্রায় আড়াই লক্ষ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। তরুনকান্তিবাবুর দাবি, তাঁরা খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখেন টাকার ব্যাগ উধাও।
advertisement
এদিকে মৃতের পরিবারের কথা থেকে আইসক্রিম সংস্থার ওই উচ্চপদে কর্মরত ওই ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। তরুণকান্তি সরকার বলেন, দুটো বাইকের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে বলা হলেও দুটো বাইকের কারোর কোনও ক্ষতি হয়নি। ফলে সন্দেহ দানা বাঁধছে। অপর বাইকেরও কেউ আহতও হননি। মৃত যুবকের ভাই বিধানচন্দ্র রায় জানান, এর পেছনে অন্য কারণ থাকতে পারে। পুলিশ তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে। এদিকে স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার পর এলাকার মানুষই রায়গঞ্জ থানায় ফোন করে খবর দেয়। পুলিশ এসে ওই দুজনকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক কল্যাণ রায়কে মৃত বলে ঘোষণা করেন। এদিকে আহত সজল চাকির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।
পিয়া গুপ্তা