কলকাতার হরিনাভিতে সম্প্রতি ৮৫ তম পশ্চিমবঙ্গ জুনিয়র স্টেট ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে পর্ণা সেরার কেতাব ছিনিয়ে আনে। ব্যাডমিন্টন নিয়ে বর্তমানে পর্ণা দিল্লির নয়ডায় প্রশিক্ষণ নিচ্ছে। তার স্বপ্ন আগামী দিনে আরও বড় জায়গায় যাওয়ার।
আরও পড়ুন ঃ পায়ে হেঁটেই দেশভ্রমণ! ৬৬ বছরের এই বৃদ্ধ চমকে দিলেন হাঁটুর বয়সীদের
advertisement
এদিন কলকাতা থেকে রায়গঞ্জে ফিরতেই উত্তর দিনাজপুর জেলা ব্যাডমিন্টন ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। ক্রীড়া সংস্থার সম্পাদক নির্মল কুমার ঘোষ জানান পর্ণার এই সাফল্যে গর্বিত রায়গঞ্জ বাসী। বর্তমানে পর্ণা পড়াশুনোর ফাঁকে ফাঁকে দিল্লির নয়ডায় ব্যাডমিন্টনের কোচিং নিচ্ছে। ছোট থেকেই তার ধ্যান জ্ঞান সবটাই ব্যাডমিন্টন।
পিয়া গুপ্তা
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 21, 2023 7:03 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: ব্যাডমিন্টনে রাজ্যের সেরা তকমা পেল রায়গঞ্জের পর্ণা দত্ত





