North Dinajpur News: পায়ে হেঁটেই দেশভ্রমণ! ৬৬ বছরের এই বৃদ্ধ চমকে দিলেন হাঁটুর বয়সীদের
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:PIYA GUPTA
Last Updated:
North Dinajpur News: হাতে ভারতের পতাকা, বুকে নিজের পরিচয় পত্র ঝুলিয়েই বাড়ি থেকে হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছেন বছর ৬৬র বৃদ্ধ অভিরাম শতপতি। বৃদ্ধ জানান শরীর সুস্থ রাখতে হাঁটার কোন তুলনা হয়না।
উত্তর দিনাজপুর: পায়ে হেঁটে দেশভ্রমণ! এমন মানুষ পাওয়া দুষ্কর। তবুও অল্প সংখ্যক মানুষ আছেন। তাদের মধ্যে একজন ওড়িশার বাসিন্দা অভিরাম শতপতি। ৬৬ বছরের এই বৃদ্ধর পায়ে হেঁটেই দেশ জয় করা স্বপ্ন পাশাপাশি মানুষকে সচেতন করা তার লক্ষ্য। তাই ওড়িশা থেকে বিভিন্ন জেলায় জেলায় পায়ে হেঁটে চলছেন এই বৃদ্ধ। হাতে ভারতের পতাকা ও বুকে নিজের পরিচয় পত্র ঝুলিয়েই বাড়ি থেকে হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছেন বছর ৬৬-র বৃদ্ধ অভিরাম শতপতি।
বৃদ্ধ জানান, শরীর সুস্থ রাখতে হাঁটার কোনও তুলনা হয়না।পুলিশের চাকরি থেকে অবসর নিতেই শরীরে বহু রোগ বাসা বাঁধছিল। তার পর থেকেই তিনি মন স্থির করেন দীর্ঘ পথ হেঁটে চলার। প্রতিদিন হাঁটার অভ্যাস থেকেই তিনি স্থির করেন পায়ে হেঁটে দেশ ভ্রমণের। তাই পায়ে হেঁটে চলার পাশাপাশি নেশা মুক্ত সমাজের বার্তা নিয়েই তিনি চলতি বছরের মে মাস থেকে যাত্রা শুরু করেছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘মৃত্যুদণ্ডের আবেদন জানাব’, মণিপুরে ২ গণধর্ষিতাকে বিবস্ত্র করে ঘোরানো, মুখ খুললেন মুখ্যমন্ত্রী
এখনও পর্যন্ত হাজার কিলোমিটার পথ তিনি অতিক্রম করতে পেরেছেন পায়ে হেঁটে। এরপর নেপাল ভুটান পায়ে হেঁটে তিনি ওড়িশা থেকে রায়গঞ্জে এসে পৌঁছান। তার বক্তব্য শরীরকে সুস্থ সতেজ রাখতে প্রয়োজন নিয়মিত শরীরচর্চা। সেইসঙ্গে মাদক বর্জনের বিষয়েও সচেতন করছেন তিনি।
advertisement
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 4:01 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: পায়ে হেঁটেই দেশভ্রমণ! ৬৬ বছরের এই বৃদ্ধ চমকে দিলেন হাঁটুর বয়সীদের