রিন্টু দেবশর্মা জানান’মোবাইলে দেখে অনলাইন থেকে এই কলার চারার অর্ডার দিয়েছিলাম বছর খানিক আগে। অন্যান্য কলা থেকে এই পটল কলায় তাড়াতাড়ি ফলন হয়। এছাড়াও এই কলায় রোগ আক্রমণের পরিমাণ কম। অন্যান্য কলা যেখানে ১০ থেকে ১২ মাসে পরিপক্ব হয়। এই পটল কলা ৮/৯ মাসের মধ্যেই পরিপক্ক হয়ে যায়’।
আরও পড়ুন: প্রত্যন্ত গ্রামের পোড়ামাটির গয়না পাড়ি দিচ্ছে বিদেশে! পুজোর মুখে খুশি শিল্পীরা
advertisement
রিন্টু দেবশর্মা জানান অনেকটা পটলের মতই সাইজের হয় এই কলা গুলো। রিন্টু বাবু গত বছর জানুয়ারি মাসে এই কলাগাছ গুলো লাগিয়েছিলেন তার জমিতে। প্রায় নয় মাস লাগে এই পটল জাতের কলা পরিপক্ক হতে। এছাড়াও এই জাতের কলায় একটি গাছে সর্বোচ্চ ৩৫ থেকে ৪০ কেজি কলা পাওয়া যায়।অধিক লাভের আশায় পরীক্ষামূলকভাবে অন্যান্য কলা চাষ ছেড়ে পটল কলার চাষ শুরু করেছেন কৃষক রিন্টু দেবশর্মা।
পিয়া গুপ্তা