North Dinajpur News: প্রত্যন্ত গ্রামের পোড়ামাটির গয়না পাড়ি দিচ্ছে বিদেশে! পুজোর মুখে খুশি শিল্পীরা

Last Updated:

আধুনিকতার ‌যুগেও কালিয়াগঞ্জের টেরাকোটার গয়নার ব্যাপক বিক্রি।শুধু এদেশে নয় বিদেশেও খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই টেরাকোটার গয়না।

+
টোরাকোটার

টোরাকোটার গয়না

উত্তর দিনাজপুর: বাংলার প্রত্যন্ত গ্রামের পোড়ামাটির কাজ এখন ভারত ছাড়িয়ে পাড়ি দিচ্ছে মার্কিন মুলুক ও রাশিয়াতে। আধুনিক যুগে মাটির তৈরি নানান আকর্ষণীয় ডিজাইনের গয়না পড়তে ভালোবাসেন অনেক নারী।তাই বর্তমানে চাহিদা বাড়ছে বিভিন্ন ডিজাইনের টেরাকোটার মাটির গয়নার। আধুনিক ডিজাইনের টেরাকোটার গয়নার চাহিদা এখন সোনার অলংকার সঙ্গে সমান তালে টক্কর দিচ্ছে।
শুধু এদেশে নয় বিদেশেও খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই টেরাকোটার গয়না।তাই রাত দিন গয়না বানাতে এখন ব্যস্ত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর হাটপাড়ার টেরাকোটা শিল্পীরা।বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে অন্যতম দুর্গোৎসবকে ঘিরে ব্যস্ততা বেড়েছে টেরাকোটা শিল্পীদের।তাই নাওয়া খাওয়ার ফুরসত নেই দুলাল রায় এর মতো টেরাকোটার শিল্পীদের।মূলত গলার হার,কানের দুল এই সবেরই এখন চাহিদা বেশি।
advertisement
advertisement
দুলাল বাবুর হাতের তৈরি এই মাটির গয়না শুধু রায়গঞ্জ বা জেলাতেই নয় দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সুনাম অর্জন করেছে। মার্কিন মূলক ছাড়াও এই মাটির গয়না পাড়ি দেয় রাশিয়া ও ইংল্যান্ডের মতো দেশেও।বিশিষ্ট টেরাকোটা শিল্পী দুলাল চন্দ্র রায় জানিয়েছেন প্রায় তিন থেকে চার দশক ধরে তিনি এই মাটির কাজের সঙ্গে যুক্ত।
advertisement
বর্তমানে তাদের তৈরি মাটির গয়না পাড়ি দিচ্ছে মার্কিন মুলুক ও রাশিয়াতেও।দুলাল বাবু জানান বিদেশ থেকে বহু শিল্পীরা মোবাইল মারফত হোয়াটসঅ্যাপে তাদের পছন্দমতো বিভিন্ন ডিজাইনের ছবি পাঠাচ্ছেন। সেই ছবি দেখে সেই আঙ্গিকে গয়না তৈরি করে বিদেশে কুরিয়ার সার্ভিস মারফত পাঠাচ্ছেন টেরাকোটা এই শিল্পীরা দুপয়সা বাড়তি রোজগারের আশায় পুজোর আগেই তাই হাড়ভাঙ্গা খাটনি করে গয়না বানিয়ে বিদেশেও পাঠাচ্ছেন দুলাল বাবু ও তাঁর পরিবার।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: প্রত্যন্ত গ্রামের পোড়ামাটির গয়না পাড়ি দিচ্ছে বিদেশে! পুজোর মুখে খুশি শিল্পীরা
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement