আরও পড়ুনঃ চিনি কেনাকে কেন্দ্র করে গণ্ডগোল! দুই দোকান মালিকের সংঘর্ষে আহত একাধিক
রোগী অফলাইন বা অনলাইনে টিকিট কাটলে তাঁকে একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে। যেখানে থাকবে বারকোডও। রোগীর রোগ অনুযায়ী প্রেসক্রিপশন করা হবে। পরবর্তীতে সেই রোগী পুনরায় হাসপাতালে এলে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিলেই তাঁর রোগ সংক্রান্ত যাবতীয় তথ্য কম্পিউটারে ফুটে উঠবে।
advertisement
রায়গঞ্জ মেডিকেল কলেজের সহকারি সুপার অভীক মাইতি জানান, ‘এতদিন হাতে লেখা প্রেসক্রিপশন ব্যবস্থা চালু ছিল। ফলে অনেক সময় সেই কাগজ হারিয়ে যেত কিংবা ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে রোগীর রোগ সংক্রান্ত তথ্য বুঝতে সমস্যায় পরতে হত চিকিৎসকদের। সেই সমস্যা কাটাতেই এই নয়া পদ্ধতি অবলম্বন করা হয়েছে। যেখানে রোগী অফলাইন বা অনলাইনে টিকিট কাটলে তাঁকে একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে। থাকবে বার কোডও।’ আপাতত চর্ম ও মানসিক বিভাগে এই সুবিধে মিলবে বলে জানান সহকারি সুপার। আগামী দিনে অন্যান্য বিভাগেও এই সুবিধা উপলব্ধ হবে বলেও জানানো হয়।
পিয়া গুপ্তা