TRENDING:

North Dinajpur News: ঝাঁটা না থাকলে জুটবে না দু'বেলার ভাত! গল্প হলেও সত্যি এই গ্রামের জীবন!

Last Updated:

North Dinajpur News: চারিদিকে শুধু ঝাঁটা আর ঝাঁটা। এই গ্রামে গেলেই বদলে যাবে আপনার ভাবনা! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালিয়াগঞ্জ: সমাজের আর পাঁচজন যখন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন ,ঠিক তখন গোটা একটি গ্রামের মানুষরা বেছে নিয়েছেন নারকেলের ঝাঁটা তৈরির কাজকে। যা গল্প হলেও সত্যি। এমন অভিনব দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পলিহার কর্মকার পাড়ায়। দেখা গেল ঝাঁটা তৈরি করতে ব্যস্ত সাধারণ মানুষরা।
advertisement

ঘর বাড়ি পরিষ্কার এর ক্ষেত্রে অপরিহার্য এই ঝাঁটা নিয়ে সংগীত রসিকদের মন মাতানো সংগীত মার ঝাড়ু মার, ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর। এই গানটি এই গ্রামটির ক্ষেত্রে অন্যতম প্রযোজ্য তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এই গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকার যেমন এলাকার মানুষরা বেছে নিয়েছেন কার্পেট বুনার কাজ তেমনি এই গ্রাম পঞ্চায়েতের অপর একটি গ্রাম দক্ষিণ পলিহার গ্রামের মানুষ বেছে নিয়েছেন এই ঝাঁটা তৈরির কাজ।

advertisement

আরও পড়ুন: এক মুঠো মুড়িতেই নানা রোগ মুক্তি! তবে মুড়ি খাওয়ার সঠিক নিয়ম জানেন তো! না হলেই বিপদ!

সকাল থেকে প্রতিটি পরিবারের একটাই কাজ কে কয়টা ঝাঁটা সকাল থেকে তৈরি করতে পারবে। কারণ একটাই ঝাঁটার চাহিদা সবসময়ই রয়েছে। জানা যায় এই গ্রামের মানুষরা রায়গঞ্জ থেকে নারকেলের সোলা কিনে নিয়ে এসে এখানে এই ঝাঁটা তৈরি করেন। প্রতিদিন এক একটি পরিবার প্রায় ৫০ থেকে ৬০ টি নারকেলের ঝাঁটা তৈরি করে থাকেন।আর এই ঝাঁটা গুলো বানানোর পর সে গুলোকে হাটে হাটে এবং শহরের ও গ্রামের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করে থাকেন। এখানকার কারিগররা জানান ঝাঁটা বিক্রি করেই তাদের সংসার চলছে বংশপরম্পরা ধরে। তাই এই গ্রামের মানুষ ঝাঁটা তৈরিকে বেছে নিয়েছেন একমাত্র রুটি রুজির হাতিয়ার হিসেবে।

advertisement

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: ঝাঁটা না থাকলে জুটবে না দু'বেলার ভাত! গল্প হলেও সত্যি এই গ্রামের জীবন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল