চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের সুফল গছ এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে মা অম্বুবাচীর মন্দিরে গ্রামের সকলে মিলে এই পুজো করার নিয়ম রয়েছে ।পঞ্জিকা মতে প্রতি বছর আষাঢ় মাসের ৭ তারিখ অম্বুবাচি স্থানীয় মতে আমাতি দেবীর পুজো করে আসেন। তবে অনেকের মতে দেবী কামরূপ কামাখ্যাই উত্তর বঙ্গে আমাতি দেবী নামে পূজিত হন।
advertisement
আরও পড়ুন:
অন্য দেব দেবীর মতোই নিয়ম নিষ্ঠার সঙ্গে এই পূজা করা হয়। এই গ্রামে এই পুজো বড়দের পাশাপাশি কচি কাঁচারাও করে থাকেন। ধুমধাম আড়ম্বরের সঙ্গে এই গ্রামে অম্বুবাচী বা আমাতি পুজো অনুষ্ঠিত হয়।জানা যায় অম্বুবাচীর চলাকালীন এই গ্রামের মানুষ গরম খাবার খান না। আগের দিন রান্না করা খাবার এই গ্রামের মানুষ তিন দিন ধরে খেয়ে থাকেন।আবার অনেকে ফলমূল খেয়ে কাটিয়ে দেন সময়টা।এই সময় কোনো দেব দেবীর পুজো করেন না এই গ্রামের মানুষ।
পিয়া গুপ্তা