রাজ্যে একাধিক জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অবৈধ বাজি তৈরির কারখানা। এবার অবৈধ বাজি কারখানার হদিশ চালাচ্ছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।উত্তর দিনাজপুর জেলায় কোথাও কোনও বাজি কারখানা আছে কি না তা জানতে চেয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
এ প্রসঙ্গে রায়গঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি জানালেন,‘‘ আমরা সব সময় সতর্ক আছি। ব্লক প্রশাসন ও পৌরসভার কাছে ইতিমধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। কোথাও কোনও বাজি কারখানা আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে।’’
advertisement
আরও পড়ুন: দুর্গাপুজোর থিমেও এবার অমৃত ভারত স্টেশন! চমক উত্তরবঙ্গে
প্রশাসন সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ পৌর এলাকার মধ্যে যে সাতটি দোকানে বাজি বিক্রি করা হয় সেখানে এই মুহূর্তে কত পরিমাণ বাজি মজুত রয়েছে, সেই বাজিগুলি পরিবেশবান্ধব কিনা সে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।জানা যায়, দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডের পরে রায়গঞ্জ ব্লকের বীরঘই এলাকার এক বাজির আড়তদারের হদিশ পেয়েছে রায়গঞ্জ জেলা পুলিশ।
পিয়া গুপ্তা