Uttar Dinajpur News: দুর্গাপুজোর থিমেও এবার অমৃত ভারত স্টেশন! চমক উত্তরবঙ্গে

Last Updated:

দুর্গাপুজোর থিম অমৃত ভারত স্টেশন! বিরাট চমক উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে

+
title=

উত্তর দিনাজপুর: বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। জেলায় জেলায় তৈরি হচ্ছে মণ্ডপ। পুজো সংগঠকরা খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু করে দিয়েছে পুজোর চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির কাজ। উত্তর দিনাজপুরের সেরা পুজোগুলির মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের ঐকতান ক্লাবের পুজো। প্রতিবছরই নতুন কিছু উপহার দিয়ে থাকে এই পুজো কমিটি। এবার দুর্গাপুজোয় তাদের থিম অমৃত ভারত স্টেশন! তার জন্য তৈরি হচ্ছে আস্ত একটি রেলস্টেশন।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঐকতান ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ এবার আস্ত একটি স্টেশনের ধাঁচে সেজে উঠছে। উল্লেখ্য রেল মন্ত্রকের অমৃত ভারত স্টেশন প্রকল্পের তালিকায় জায়গা পেয়েছে কালিয়াগঞ্জ স্টেশন। খুব শীঘ্রই এই স্টেশনের খোলনলচে বদলে ফেলার কাজ শুরু হয়ে যাবে। কাজ শেষে কালিয়াগঞ্জ স্টেশনকে দেখতে কেমন হবে সেটাই ঐক্যতান ক্লাবের দুর্গাপুজোয় ফুটে উঠবে।
advertisement
advertisement
এই পুজো কমিটির কর্ণধার সন্তু দে দাস জানান, এবার তাঁদের পুজো ৫৫ তম বর্ষে পদার্পণ করতে চলছে। এবারের পুজোর মোট বাজেট ৫ লক্ষ টাকা। প্রতিবছরই ঐক্যতান ক্লাব মানুষকে নতুন কিছু উপহার দিয়ে থাকে। এর আগে তাঁরা এপিজে আব্দুল কালামের জীবনী, জলদাপাড়া অভয়ারণ্য থিম করে দর্শকদের নজর কেড়েছিল। এবার তাঁদের থিম অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে তৈরি হওয়া কালিয়াগঞ্জ স্টেশন।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: দুর্গাপুজোর থিমেও এবার অমৃত ভারত স্টেশন! চমক উত্তরবঙ্গে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement