Murshidabad News: বেহাল ফেরিঘাট দিয়ে ঝুঁকির নৌ পারাপার, হেলদোল নেই প্রশাসনের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
বর্ষাকালে বেহাল ফেরিঘাট দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় উঠছেন যাত্রীরা, মুর্শিদাবাদের ফরাক্কায় দেখা গেল এমনই দৃশ্য
মুর্শিদাবাদ: বেহাল ফেরিঘাট দিয়েই ফরাক্কায় চলছে ঝুঁকির নৌ পারাপার। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌ পারাপার হতে হওয়ায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।
বেহাল দশা মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-১ পঞ্চায়েতের অন্তর্গত ডিয়ার ফরেস্টের নৌকা ঘাটের। এই ফেরিঘাটের দুই প্রান্তের রাস্তা একেবারে খারাপ হয়ে গিয়েছে। বর্ষায় নদীর জলস্তর বৃদ্ধি পেতেই সমস্যা চরমে পৌঁছেছে।
advertisement
মুর্শিদাবাদের ফরাক্কার ডিয়ার ফরেস্ট এলাকার নিমতলা সহ পার্শবর্তী এলাকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের যাতায়াতের একমাত্র ভরসা এই ডিয়ার ফরেস্ট নৌকাঘাট। বিকল্প একটি রাস্তা থাকলেও বর্ষার সময় ওই রাস্তা যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে। সেইসঙ্গে অনেকটা পথ ঘুরতে হয় গন্তব্যে পৌঁছানোর জন্য। ফরাক্কার ডিয়ার ফরেস্ট, নিমতলা সহ পার্শবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের স্কুল, কলেজ, বাজার হাসপাতাল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের জন্য এই নৌকাঘাট একমাত্র ভরসা। কিন্তু প্রতি বছর বর্ষার সময় গঙ্গার জল বৃদ্ধি পেলেই ডিয়ার ফরেস্টের নৌকাঘাটের যোগাযোগের দুই প্রান্তের রাস্তা জলের তলায় তলিয়ে যায়। ফলে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। স্থানীয় প্রশাসনকে বারবার সমস্যার কথা জানানো হলেও কোনও লাভ হয়নি। এই পরিস্থিতিতে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2023 3:08 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বেহাল ফেরিঘাট দিয়ে ঝুঁকির নৌ পারাপার, হেলদোল নেই প্রশাসনের