TRENDING:

North Dinajpur News: জেলার তৈরি কাঠের মুখোশের কদর বাড়ছে! বাজার ধরতে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে

Last Updated:

বৈশাখ থেকে আষাঢ়, শ্রাবণ মাসের মধ্যে বিভিন্ন পুজো ও মেলাতে এই মুখা নাচ বেশ জনপ্রিয়। এই মুখা নাচের জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের রঙ বেরঙের মুখোশের। মুখোশ শিল্পকে কেন্দ্র করে বহু স্বনির্ভর গোষ্ঠী ও এখানে গড়ে উঠেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী লোকশিল্প হল মুখা। জেলার রাজবংশী সম্প্রদায়ের লোকাচার ও ধর্মবিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই কাঠের মুখোশ আর মুখা নাচ। বৈশাখ থেকে আষাঢ়, শ্রাবণ মাসের মধ্যে বিভিন্ন পুজো ও মেলাতে এই মুখা নাচ বেশ জনপ্রিয়। এই মুখা নাচের জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের রঙ বেরঙের মুখোশের। তবে শুধু জেলা নয় জেলা ছড়িয়ে ভিন রাজ্য তে পাড়ি দেয় উত্তর দিনাজপুর জেলার এই মুখোশ।
advertisement

ছাতিম,শিমুল,গামা,শিশু,আম,জাম,আকাশমনি সহ বিভিন্ন ধরনের কাঠের মুখোশ। মুখোশ বানানোর জন্য পঞ্চাশ সেমি থেকে ৯০ সেমি পরিধি বিশিষ্ট কাঠের খণ্ড নিতে হয়। এই মুখোশে মানুষের দাঁত, মুখ ,চোখ নাক বিশেষ বাটালির সাহায্যে বানানো হয়। এরপর তার ওপর তারপিন তেলের সঙ্গে রং মিশিয়ে মুখোশের কাজ সম্পন্ন করা হয়।

আরও পড়ুন:ভোটারের বয়স ১২১ বছর! জীবনে প্রথমবার বাড়িতে বসে ভোট দিলেন ঝালন বেওয়ার

advertisement

মুখোশ শিল্পকে কেন্দ্র করে বহু স্বনির্ভর গোষ্ঠী ও এখানে গড়ে উঠেছে। দীর্ঘ ২২ বছর ধরে এই মুখোশ তৈরির কাজের সাথে যুক্ত বিপুল দেব শর্মা জানান নিজের জেলাতে তেমন চাহিদা না থাকলেও বাইরের রাজ্যে এই মুখোশের ভীষণ চাহিদা রয়েছে।এই মুখোশ বানানোর কাজ তারা মূলত শিখেছেন কুশমন্ডির মহিষবাথান থেকে। এই মুখোশ গুলির মধ্যে অন্যতম হলো আদিবাসী নৃত্য মুখোশ, এছাড়া দুর্গা ,কালী, ডাকিনী সহ বিভিন্ন দেব-দেবতার মুখোশ। এই মুখোশ শিল্পকে কেন্দ্র করেই জেলার বহু মানুষের জীবন জীবিকা গড়ে উঠেছে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: জেলার তৈরি কাঠের মুখোশের কদর বাড়ছে! বাজার ধরতে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল