Lok Sabha Election 2024: ভোটারের বয়স ১২১ বছর! জীবনে প্রথমবার বাড়িতে বসে ভোট দিলেন ঝালন বেওয়ার

Last Updated:

Lok Sabha Election 2024: অনেকটা বয়স হয়ে যাওয়ায় বেশিরভাগ সময়ই বিছানায় শুয়ে ও লাঠি হাতে চলাফেরা করে কেটে যায়। তাই লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার ক্ষমতা নেই ১২১ বছরের ঝালন বেওয়ার

ঝালন বেওয়ার 
ঝালন বেওয়ার 
উত্তর দিনাজপুর: প্রথমবার বাড়িতে বসে ভোট দিলেন ১২১ বছরের ঝালন বেওয়ার। তিনিই সম্ভবত বাংলার সবচেয়ে প্রবীণ ভোটার। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও ঘোষণা করা হয়নি। করণদিঘির কুইতোরে বাড়ি প্রবীণ ঝালন বেওয়ার। তাঁর বাড়িতে ভোট নেওয়ার জন্য ভোট কর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্ট ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত ছিলেন।
২০২১ এর বিধানসভা ভোটে বাড়িতে গিয়ে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের ভোটগ্রহণ প্রক্রিয়া প্রথম চালু হয়েছিল। এই প্রথা মেনেই অষ্টাদশ লোকসভা নির্বাচন উপলক্ষে শতবর্ষ পার করা ঝালন বেওয়ার ঘরের মধ্যে প্লাইউড দিয়ে অস্থায়ী বুথ তৈরি করা হয়। উল্লেখ্য, করণদিঘি বিধানসভায় ৮০ ঊর্ধ্ব ও ভোটকেন্দ্রে যেতে অক্ষম ভোটারের সংখ্যা ২২১ জন। করণদিঘি, রায়গঞ্জ, চাকুলিয়া, ইসলামপুর, গোয়ালপোখর, হেমতাবাদ, কালিয়াগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় আরও এমন বহু ভোটার রয়েছেন। তাঁদের বাড়ি গিয়ে ভোট নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন।
advertisement
advertisement
এদিকে প্রথমবার বাড়িতে বসে ভোট দিতে পেরে খুশি বৃদ্ধা ঝালন বেওয়ার। তিনি বলেন, অনেকটা বয়স হয়ে যাওয়ায় বেশিরভাগ সময়ই বিছানায় শুয়ে ও লাঠি হাতে চলাফেরা করে কেটে যায়। তাই লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার ক্ষমতা নেই। বাড়িতে বসে ভোট দিতে পেরে ভাল লাগছে। এদিকে বাড়িতে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়ায় তিনি জাতীয় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।
advertisement
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোটারের বয়স ১২১ বছর! জীবনে প্রথমবার বাড়িতে বসে ভোট দিলেন ঝালন বেওয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement