আরও পড়ুন: আসানসোলে বড় আর্থিক কেলেঙ্কারি! বোরো অফিস থেকে উধাও ৮৭ লক্ষ টাকা
উত্তর দিনাজপুরের হেমতাবাদ এর ওই নাবালিকার সঙ্গে মাস খানেক আগে একই এলাকার বাঙালবাড়ি পঞ্চায়েতের বিনা গ্রামের পবিত্র বর্মনের বিয়ে হয়। আইন না মেনে ১৮ বছর হওয়ার আগেই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিল পরিবার। জানা গিয়েছে ওই নাবালিকার শ্বশুরবাড়ির বাকি সদস্যরা কিছুদিন আগে এক আত্মীয়ের বাড়ি ঘুরতে গিয়েছেন। বাড়িতে নাবালিকা বধূ ও তাঁর স্বামী ছিলেন। শুক্রবার সকালে পবিত্রবাবু রান্নার জন্য বাজার করতে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন শোওয়ার ঘরের দরজা বন্ধ। শত ডাকাডাকি করলেও স্ত্রী দরজা খুলছিল না। এরপর জানালার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখেন সিলিং থেকে ঝুলছে স্ত্রীর দেহ।
advertisement
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হেমতাবাদ থানায়। পুলিশ এসে ওই নাবালিকা বধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই নাবালিকার এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিজনরা। সেইসঙ্গে প্রশ্ন উঠছে অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণেই কি এমন দুর্ঘটনা ঘটল? কারণ চিকিৎসা বিজ্ঞান বলে, নির্ধারিত বয়সের আগে বিয়ে হলে অনেক সময় মেয়েরা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না। তবে এই অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বার করার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
পিয়া গুপ্তা