TRENDING:

Uttar Dinajpur News: সমাধানের সালিশি সভাই হয়ে উঠল রণক্ষেত্র!

Last Updated:

আলোচনা শুরু হতে না হতেই দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। সেখান থেকে শুরু হয় হাতাহাতি, একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। এই সংঘর্ষে বেশ কয়েকজন জখম হন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: মেয়ের বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির মধ্যে ঝামেলা। এই নিয়ে একে অপরের বিরুদ্ধে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে স্থানীয় পঞ্চায়েত সদস্য দুই পরিবারের মধ্যে যাবতীয় সমস্যা মিটিয়ে নিতে হস্তক্ষেপ করেন। তাঁর কথামত বৃহস্পতিবার দুপুরে দুই পরিবারের সদস্যরা সালিশি সভায় বসেছিলেন। কিন্তু সেখানে সমাধানসূত্র বেরিয়ে আসার বদলে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই'পক্ষ। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement

আরও পড়ুন: খাল থেকে উদ্ধার সিভিক ভলেন্টিয়ারের ক্ষতবিক্ষত দেহ

সালিশি সভাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনাপুর পঞ্চায়েতের নলবাড়ি গ্রামের মহম্মদ করিমের সঙ্গে চোপড়া পঞ্চায়েতের নয়াবাড়ির শফিল উদ্দিনের মেয়ের বিয়ে হয়। দিন দশেক আগে শফিল উদ্দিনের পরিবার অভিযোগ করে, তাদের মেয়ে ও জামাইকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে মহম্মদ করিমের কাকা। এই নিয়ে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে মেয়ের পরিবার।

advertisement

View More

দুই পক্ষের মধ্যে এই সমস্যা মেটাতে এগিয়ে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য জিয়াউল হক। দুই পরিবারকে পুনরায় মিলিয়ে দিতে সালিশি সভার ব্যবস্থা করেন। বৃহস্পতিবার দুপুরে সেই সালিশি সভা বসে। কিন্তু আলোচনা শুরু হতে না হতেই দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। সেখান থেকে শুরু হয় হাতাহাতি, একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। এই সংঘর্ষে বেশ কয়েকজন জখম হন। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

চঞ্চল মোদক

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: সমাধানের সালিশি সভাই হয়ে উঠল রণক্ষেত্র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল