TRENDING:

Uttar Dinajpur News: এতদিন কান দেয়নি কেউ, অবশেষে পথশ্রী প্রকল্পে শুরু হল রাস্তার কাজ

Last Updated:

প্রায় দেড় কিমি কাঁচা রাস্তা পথশ্রী প্রকল্পে এখানে পাকা করা হচ্ছে। বর্ষা আসার আগেই গোটা কাজ শেষ হয়ে যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হল পথশ্রী প্রকল্পে। মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পে রাস্তা সংস্কার শুরু হওয়ায় খুশি কালিয়াগঞ্জের মানুষ।
advertisement

পথশ্রী প্রকল্পে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ভেলাই হাট থেকে কাঁঠাল দড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পর্যন্ত রাস্তা ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। এর জন্য প্রায় ৪০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় পড়েছিল। এলাকার মানুষ বারবার রাস্তা সংস্কারের দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছু হয়নি। কিন্তু পথশ্রী প্রকল্প চালু হওয়ার পর অবশেষে এই রাস্তা সংস্কার শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।

advertisement

আরও পড়ুন: বাংলাদেশে মোষ পাচারের আগেই গাড়ি সহ ধৃত পাচারকারী

গত পাঁচ বছরে এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ হলেও এই রাস্তা সংস্কারের দাবি পূরণ হয়নি। যা নিয়ে ক্ষোভ জমছিল এলাকাবাসীর মনে। প্রায় দেড় কিমি কাঁচা রাস্তা হতশ্রী প্রকল্পে এখানে পাকা করা হচ্ছে। বর্ষা আসার আগেই গোটা কাজ শেষ হয়ে যাবে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তাঁদের দীর্ঘদিনের দাবি মেনে এই রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে আমজনতা সকলেরই যন্ত্রণা লাঘব হবে।

advertisement

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: এতদিন কান দেয়নি কেউ, অবশেষে পথশ্রী প্রকল্পে শুরু হল রাস্তার কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল