পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বাসিন্দা শামীম আখতার !তিনি একজন বিশেষভাবে সক্ষম ফুড এন্ড সাপ্লাই বিভাগের কর্মী। গত বিধানসভা, লোকসভা বা পঞ্চায়েত সব ভোটেই তিনি ভোট কর্মীর কাজ করেছেন। এই লোকসভা ভোটে অন্যথা নয় তিনি আনন্দে যাচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট কর্মী হয়ে।
আরও পড়ুন: চিনে নিন এই গাছ ও ফল! ক্যানসারের মহা-ওষুধ! কোথায় পাবেন? জানুন
advertisement
শামীম আখতার বলেন, আমার কোন অসুবিধা হয় না। আমি আনন্দে এই উৎসবে যাচ্ছি। অন্যরা যখন ভোট গ্রহণ কেন্দ্রে যেতে অনিহা প্রকাশ করেন? তার উত্তরে তিনি বলেন ভোটের সঙ্গে যুক্ত হন মনে শক্তি নিয়ে ভোটের কাজ করুন আপনারা আমার থেকেও অনেকেই ভাল আছেন। এই শামীম আখতারের মত সমাজের কিছু মানুষই শিখিয়ে দেয় কোন রকম অজুহাত ছাড়াই কিভাবে নিষ্ঠা সহকারে নিজের দায়িত্ব পালন করতে হয়।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 25, 2024 10:30 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Lok Sabha Election 2024: 'অজুহাত ছাড়ুন! ভোটের ডিউটি করুন!' ইভিএম হাতে বললেন বিশেষভাবে সক্ষম ব্যক্তি!






