Corossol Tree Benefits: চিনে নিন এই গাছ ও ফল! ক্যানসারের মহা-ওষুধ! কোথায় পাবেন? জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Corossol Tree Benefits: এই গাছের পাতা ও ফলের গুণ জানলে অবাক হয়ে যাবেন! মহা-ওষুধ এই গাছ!
বসিরহাট: ক্যানসার প্রতিরোধী করোসল গাছের দেখা মিলল বসিরহাটে। ক্যানসার একটি মারণব্যাধি রোগ। মরণব্যাধি রোগের প্রতিষেধক গাছ করোসল গাছের দেখা মিলল বসিরহাটের হাসনাবাদের পাটলি খানপুরের ইমন নার্সারিতে। বাজারে ভাল চাহিদা থাকায় এই গাছ চাষ করে মোটা মুনাফা করতে বাণিজ্যিকভাবেও চাষ করা যেতে পারে এই গাছের।
করোসল অ্যানোনা মিউরিকাটা গোত্রের একটি গাছ। ক্যানসার প্রতিষেধক হিসেবে এই গাছের ফল বিশেষজ্ঞদের বহুবিদ মতামত পাওয়া যায়। অনেক দেশেই এ ফলটি ক্যানসার প্রতিরোধক ফল হিসেবে পরিচিত। এই গাছের ফল যা অনেক ক্ষেত্রেই কেমোথেরাপির কাজ করে থাকে।
advertisement
advertisement
করোসল গাছের বিশেষ যৌগ ক্যানসারের কোষের বৃদ্ধি রুখে দেয়, যার ফলে ক্যানসার কোষ আর বাড়তে পারে না। হাসনাবাদের পাটলিখানপুরের যুবক লিটন মিস্ত্রি নার্সারিতে গাছের সংগ্রহ রেখেছেন। শুধু গাছ সংগ্রহ নয়, সেই গাছ থেকে চারাগাছ তৈরি করছেন। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের প্রত্যন্ত এলাকায় বহু মূল্যবান এই গাছ বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ নেওয়ার কথা ভাবছেন।
advertisement
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2024 9:42 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Corossol Tree Benefits: চিনে নিন এই গাছ ও ফল! ক্যানসারের মহা-ওষুধ! কোথায় পাবেন? জানুন