ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার ৯ টি ব্লকের সর্বত্র চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।জেলার মোট ভোটারের সংখ্যা ২০ লক্ষ ৪৭ হাজার ৫১৯ জন। জেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য ৯ টি ব্লকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে। তার আগে শুক্রবার সকাল থেকেই ভোট সামগ্রী ও নিরাপত্তা রক্ষী সহ ভোট কর্মীদের বুথে বুথে পৌঁছে দিতে জেলার ৯ টি ডিসিআরসি-তেই ব্যস্ততা ছিল তুঙ্গে।
advertisement
আরও পড়ুন: বাংলায় শান্তিপূর্ণ ভোট করাতে লেহ থেকে উড়ে এল বিশেষ কেন্দ্রীয় বাহিনী
রাজ্য নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী জেলায় মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৯৮ টি। সেখানে আসন আছে ২,২২০ টি। এর মধ্যে পঞ্চায়েতে দল অনুযায়ী প্রার্থীর সংখ্যা বি এস পি ১৪, বিজেপি ১,১০২, সিপিএম ৮০৩, কংগ্রেস ৯৮৬, ফরোয়ার্ড ব্লক ১৪, তৃণমূল ২,১৭৮, নির্দল ১,২২২, অন্যান্য ১২৫। গ্রাম পঞ্চায়েত স্তরে মোট প্রার্থীর সংখ্যা ৬,৪৪৪ জন।
জেলায় পঞ্চায়েত সমিতির মোট আসন ২৯৩ টি। পঞ্চায়েত সমিতিতে মোট প্রার্থীর সংখ্যা ১১৭৪ জন। জেলা পরিষদের আসন ২৬ টি। এই স্তরে মোট প্রার্থীর সংখ্যা ১৪৫ জন। জেলায় মোট ২,১২৬ টি বুথে ভোট গ্রহণ হবে। যার মধ্যে মূল বুথের সংখ্যা ১৯২৪ টি এবং সহকারী বুথের সংখ্যা ২০২ টি। জেলায় মোট স্পর্শকাতর বুথের সংখ্যা ১০৮ টি। জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ২৯ কোম্পানি। যার মধ্যে বিএসএফ ১৮ কোম্পানি, এসএসবি ৬ কোম্পানি, আইটিবিপি ৫ কোম্পানি।
পিয়া গুপ্তা






