Bengal Panchayat Election 2023: বাংলায় শান্তিপূর্ণ ভোট করাতে লেহ থেকে উড়ে এল বিশেষ কেন্দ্রীয় বাহিনী
- Reported by:NAYAN GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পঞ্চায়েত নির্বাচনে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছাচ্ছেন আধার সেনার জওয়ানরা। শুক্রবার লেহ থেকে বায়ু সেনার বিমানে এসে পৌঁছল পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
পশ্চিম বর্ধমান: লাদাখ থেকে আসা কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেবে বাংলার পঞ্চায়েত ভোটে। রাত পোহালেই বাংলার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তার ঠিক আগের দিন অর্থাৎ শুক্রবার লেহ থেকে বায়ুসেনার বিশেষ বিমানে পানাগড়ের বায়ুসেনার ছাউনিতে এসে পৌঁছল পাঁচ কোম্পানি আধা সামরিক বাহিনী। ইতিমধ্যেই সেই বাহিনীকে নির্দিষ্ট ভোট কেন্দ্রের পথে পাঠিয়ে দেওয়া হয়েছে।
advertisement
কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল কমপক্ষে ৮২২ কোম্পানি আধা সামরিক বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করতে হবে। সেই মতো রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নির্দিষ্ট সংখ্যক বাহিনী চেয়ে পাঠায়। যদিও প্রথম দিকে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল একসঙ্গে এতো বিপুল সংখ্যক বাহিনী বাংলায় পাঠানো সম্ভব নয়। তবে শেষের দিকে এসে অমিত শাহের মন্ত্রক রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তাব মেনে নেয়। আর সেই অনুযায়ী ভোটের আগের দিন দেশের নানান প্রান্ত থেকে বাংলার বিভিন্ন জায়গায় এসে পৌঁছচ্ছে আধা সামরিক বাহিনীর জওয়ানরা।
advertisement
শুক্রবার দুপুরে কাঁকসার বিরুডিহা সংলগ্ন বায়ুসেনা ছাউনির আশেপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ ও আধা সেনার জওয়ানরা। দুপুর থেকেই বাস সহ বিভিন্ন যানবাহন আসতে শুরু করে বায়ুসেনা ঘাঁটির সামনে। তারপর বায়ুসেনার বিশেষ বিমানে লেহ থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পৌঁছন। বায়ুসেনা ঘাঁটিতে নামার পর তাঁদের বাসে করে রাজ্যের বিভিন্ন জেলায় পাঠানো হয়। শুক্রবার রাতের মধ্যেই এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যে যার নির্দিষ্ট বুথে পৌঁছে যাবেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 07, 2023 6:18 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bengal Panchayat Election 2023: বাংলায় শান্তিপূর্ণ ভোট করাতে লেহ থেকে উড়ে এল বিশেষ কেন্দ্রীয় বাহিনী









