East Medinipur News: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে বুথের পথে ভোট কর্মীরা

Last Updated:

পূর্ব মেদিনীপুরে নির্বিঘ্নেই ডিসিআরসি থেকে বুথের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভোট কর্মীরা। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে

+
title=

পূর্ব মেদিনীপুর: রাত পোহালেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন রাজ্যজুড়ে। তার আগের দিন , অর্থাৎ ৭ জুলাই ডিসিআরসি ক্যাম্প থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার, কালি, ভোটার লিস্ট সহ নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র গুছিয়ে বুথ অভিমুখে রওনা দিলেন ভোট কর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলায় এবারে মোট বুথ ৪১২৮ টি। প্রতি বুথেই পুলিশ সহ কেন্দ্র বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে। বুথে বুথে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। জেলায় মোট ২৫ টি ডিসিআরসি ক্যাম্প হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট, তমলুক, হলদিয়া, ময়না সহ বিভিন্ন ব্লকের ডিসিআরসি ক্যাম্প থেকে বুথে বুথে রওনা দেন ভোট কর্মী ও নিরাপত্তা রক্ষীরা। এবারের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমার পর্ব শুরু হতেই খুনাখুনি শুরু হয়ে যায় গ্রাম বাংলাজুড়ে। নানান জায়গা থেকে সংঘর্ষের খবর আসতে থাকে। ফলে এবারে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা নিয়ে কিছুটা হলেও ভয় ছিল ভোট কর্মীদের মনে। কিন্তু শেষ পর্যন্ত প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন ভোট কর্মীরা।
advertisement
advertisement
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের উপনগরীর কেটিপিপি উচ্চ বিদ্যালয়ে ডিসিআরসি ক্যাম্প অফিস হয়। সেখান থেকে ভোট কর্মীরা নির্বাচনের যাবতীয় উপকরণ সংগ্রহ করে শুক্রবার বেলার দিকে বুথমুখী হন। পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র এই দৃশ্য দেখা গিয়েছে। জেলার সবথেকে বেশি বুথ বা পোলিং স্টেশন আছে পাঁশকুড়া ব্লকে। এই ব্লকে বুথের সংখ্যা ২৬২। এর পরই আছে কোলাঘাট। এই ব্লকে বুথের সংখ্যা ২৫৯ টি। জেলার সদর ব্লক তমলুকে বুথের সংখ্যা ১৯১ টি। পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে কম বুথ আছে হলদিয়ায়। এখানে মাত্র ৮৫ টি বুথ আছে। সব মিলিয়ে জেলার ৪১২৮ টি বুথে ভোট কর্মীর সংখ্যা মোট ২০,৬৪০ জন।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে বুথের পথে ভোট কর্মীরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement