কিন্তু দূর থেকে দেখলে বোঝাই যাবে না এটি ট্রেন না কোন স্কুল। এবার সেই মডেল ট্রেনে চেপে স্কুলের ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিচ্ছে স্কুলের মাস্টারমশাইরা। যা সম্ভবত একটু আর পাঁচটা স্কুলের থেকে একে বারেই আলাদা রকমভাবে। স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার পাল জানান, যেহেতু রাধিকাপুর এক্সপ্রেস জেলার গর্ব। তাই এবার সেই ট্রেনের গুরুত্ব ছাত্র-ছাত্রীদের মধ্যে তুলে ধরতে অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: পরিযায়ী পাখিদের খাবারের টান মেটাতে বিরাট উদ্যোগ কুলিকে! জলাশয়ে ছাড়া হচ্ছে মাছ
তিনি বলেন এখন বাচ্চাদের নানান রকম কৌশল অবলম্বন করে স্কুলমুখী করার প্রয়াস নেওয়া হয়েছে। প্রধান শিক্ষক বলেন যেদিন থেকে রাধিকাপুর এক্সপ্রেস স্কুলে করা হয়েছে, সেদিন থেকেই স্কুলে বাচ্চাদের উপস্থিতির হারও বেড়ে গিয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পিয়া গুপ্তা





