পৌরপিতা আরও জানান আগামী দিনে নয় নম্বর ওয়ার্ডেরও সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হবে। কাজ প্রায় শেষের দিকে। অসময়ে এলাকার মানুষের কোনও সমস্যা হলে, তাঁদের ছুটে যেতে হত হয় দুরে ইসলামপুর গ্রামীণ হাসপাতাল সেই সমস্যা মিটতে চলেছে।
আরও পড়ুন:
আরও পড়ুন: খালি পেটে দু’কোয়া রসুন চিবিয়ে খান! সঙ্গে এক গ্লাস উষ্ণ গরম জল! উপকার জানলে চমকে যাবেন
advertisement
ইসলামপুরের ৪ নম্বর,৯ নম্বর ও বেশ কিছু ওয়ার্ডের সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার ব্যবস্থা করা হয়েছে।। উন্নত গ্রামীন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চার নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন দ্বিতল ভবনের উদ্বোধন হল। মহকুমা শাসক আব্দুল সাঈদজানান, প্রসূতি মায়েদের চিকিৎসা-সহ একাধিক ব্যবস্থা থাকবে এখানে। এলাকার বহু দিনের দাবি মেনে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে ওঠায় খুশি এলাকার সাধারণ মানুষেরা।
পিয়া গুপ্তা