অনুষ্ঠান বাড়ি হোক কিংবা যেকোনও পুজো বা পিকনিক, আজকাল কাগজের প্লেটেই সবাই খাবার পরিবেশন করে। থার্মোকল ও প্লাস্টিকের প্লেট নিষিদ্ধ ঘোষণা করার পর কাগজের প্লেটের চাহিদা আরও বেড়েছে। ফলে এই ব্যবসায় নামলে শুরুতেই একটা বড় বাজার পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আপনার সামনে।
আরও পড়ুন: দক্ষিণ শহরতলীতে আতঙ্কের নাম সম্প্রীতি উড়ালপুল
advertisement
আপনি যদি কাগজের প্লেট তৈরির ব্যবসা শুরু করতে চান তবে খুব অল্প মূলধনে, মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা দিয়েও শুরু করতে পারবেন এই ব্যবসা। আর শুরুতেই যদি অনেক বড় করে এই ব্যবসা করার ইচ্ছে থাকে তবে ৫০ হাজার টাকাও বিনিয়োগ করতে পারেন। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কাঞ্চন পল্লির বাসিন্দা রাজু সাহা এই কাগজের প্লেট তৈরি করেন। তিনি জানিয়েছেন, অল্প মূলধন দিয়ে এই ব্যবসা শুরু করলেও এখন মাসের শেষে ভালই রোজগার হয়। রাজু সাহা জানান, ২০১৪ সালে ১ লক্ষ টাকা পুঁজি দিয়ে তিনি এই ব্যবসা শুরু করেন। কাগজ প্লেট তৈরির বিভিন্ন রকম মেশিন পরবর্তীতে কেনেন।বর্তমানে মেশিনের মাধ্যমে প্রতিদিন দশ হাজারেরও বেশি কাগজের প্লেট তৈরি হয় তাঁর কারখানায়।
এই পেপার প্লেটের ব্যবসায় লাভ কত? এই প্রশ্নের উত্তরে রাজুবাবু জানান, কাঁচামাল হিসেবে এক কিলো কাগজের দাম পড়বে ৪৫ টাকা। এই কাগজ দিয়ে ৪ ইঞ্চি মাপের ৫০০ টি বাটি ও ১২০ টি থালা তৈরি করা যায়। সব মিলিয়ে ১০০ বাটিতে আপনার লাভ হবে ১২ টাকা এবং ১০০ থালাতে আপনার লাভ থাকবে ১৬ টাকা। তাঁর মতে, একজন ব্যবসায়ী এই কাজ করে সারাদিনে তিন থেকে চার হাজার মতো লাভ করতে পারবেন।
চারিদিকে চাকরির বাজার বেশ খারাপ। এই অবস্থায় চাকরির আশায় বসে না থেকে স্বল্প বিনিয়োগে এমন একটি দুর্দান্ত ব্যবসা শুরু করতে পারেন।
পিয়া গুপ্তা