South 24 Parganas News: দক্ষিণ শহরতলীতে আতঙ্কের নাম সম্প্রীতি উড়ালপুল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
মহেশতলার সম্প্রীতি উড়ালপুলের খারাপ অবস্থা নিয়ে প্রচণ্ড চিন্তায় নিত্যযাত্রীরা। যেকোনও সময় দুর্ঘটনার আশঙ্কা
দক্ষিণ ২৪ পরগনা: মহেশতলার সম্প্রীতি উড়ালপুল নিয়ে চিন্তায় নিত্যযাত্রীরা। এই উড়ালপুলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সঙ্গে সেতুর রবার ব্যান্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই ঢালাইয়ের সংযোগস্থলে থাকে এই রাবার ব্যান্ড। সেখানে এই রাবার ব্যান্ড প্রায় ৩ আঙুল চওড়া হয়ে নিচে বসে গিয়েছে। ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা নিত্যযাত্রীদের।
মহেশতলার সম্প্রীতি উড়ালপুল প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ। তৈরির পর থেকে এই সেতুটি দুর্ঘটনা প্রবণ হিসেবে উঠে এসেছে। এই সেতুর উপর যেখানে সেখানে পড়ে আছে মদের বোতল। এছাড়াও রয়েছে জলের বোতল, খালি সিগারেটের প্যাকেট, পানের পিক, গুটখার পিক, খাবারের বাস্ক। সাধারণত এই সেতুতে যানবাহন ছাড়া কাউকে উঠতে দেওয়া হয় না। ফলে সেখানে এইসব জিনিস কোথা থেকে এল তা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
advertisement
এর সঙ্গে উড়ালপুলের দ্বিতীয় কিয়স্কের কাছের ব্রিজের রবার ব্যান্ডের ফাটল আতঙ্ক তৈরি করেছে। সম্প্রীতি উড়ালপুলের এই দুরবস্থা সম্পর্কে অবহিত আছেন মহেশতলা পুরসভার উপ-পুরপ্রধান আবুতালেব মোল্লা। তিনি জানিয়েছেন, ব্যাপারটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ফাটলের ব্যাপারটি কেএমডিএ-কে জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2023 8:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: দক্ষিণ শহরতলীতে আতঙ্কের নাম সম্প্রীতি উড়ালপুল