South 24 Parganas News: পঞ্চায়েতকে দ্রুত কাজ করার নির্দেশ জেলাশাসকের

Last Updated:

জেলা প্রশাসনের উদ্যোগে বারুইপুর রবীন্দ্রভবনে পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি এবং পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানদের নিয়ে একদিনের কর্মশালা আয়োজিত হয়

দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ ভবন
দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ ভবন
দক্ষিণ ২৪ পরগনা: সামনেই লোকসভা ভোট। তার আগে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির কাজের গতি বৃদ্ধি করার নির্দেশ দিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। একই সঙ্গে তাঁর নির্দেশ পঞ্চায়েত প্রতিনিধিদের স্থানীয় জনপ্রতিনিধি, ব্লক অফিসারদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। তাতে কাজ আটকে থাকবে না।
দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে বারুইপুর রবীন্দ্রভবনে পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি এবং পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানদের নিয়ে একদিনের কর্মশালা আয়োজিত হয়। সেখানেই এই কথা বলেন জেলাশাসক। বারুইপুর ও ক্যানিং মহকুমার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধিদের এই কর্মশালায় ডাকা হয়েছিল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, দুই মহকুমার এসডিও, বিডিও-রা, জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি, সহ সভাধিপতি শ্ৰীমন্ত মালি প্রমুখ।
advertisement
advertisement
এদিন জেলাশাসক বলেন, উন্নয়নের কাজ ঠিক সময়ে ঠিকভাবে শেষ করতে হবে। কী জন্য টাকা এসেছে, কী নিয়ম আছে সব জানতে হবে পঞ্চায়েত প্রধানদের। কাজ করার পদ্ধতি কী হবে তা নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এদিন কর্মশালায় আনন্দধারা, পঞ্চদশ অর্থ কমিশনে কীভাবে কাজ হয়, তা ভিডিও করে দেখানো হয়।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পঞ্চায়েতকে দ্রুত কাজ করার নির্দেশ জেলাশাসকের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement